ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মারধরের ঘটনা

তদন্ত প্রতিবেদনে চারজনের বেশি পুলিশ অভিযুক্ত

প্রকাশিত: ০৮:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

তদন্ত প্রতিবেদনে চারজনের বেশি পুলিশ অভিযুক্ত

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ কর্তৃক সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কমিটি। তদন্তে বেশ কয়েকজন পুলিশ সদস্য দোষী হিসেবে চিহ্নিত হয়েছে। অভিযুক্ত পুলিশের সংখ্যা চার জনের বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত প্রতিবেদন মোতাবেক আইনী ব্যবস্থা নিতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর। গত ২৬ জানুয়ারি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলার হরতালের সময় এটিএন নিউজের ক্যামেরাম্যান আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদার পুলিশী নির্যাতনের শিকার হন। ঘটনার দিনই শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত সোমবার রাতে পুলিশের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বরাবর দাখিল করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের সংখ্যা চারজনের বেশি। তাদের নাম ও পদ-পদবীসহ যাবতীয় তথ্য সংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর। রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, এ বিষয়ে পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত দেয়া হয়েছে। তিনিই এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।
×