ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্যাসিফিক ডেনিমের শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৫:৩২, ১ ফেব্রুয়ারি ২০১৭

প্যাসিফিক ডেনিমের শেয়ার বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে শেয়ার জমা হওয়ার পর শীঘ্রই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে বলে জানা গেছে। সূত্রমতে, প্যাসিফিক ডেনিমসের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে মঙ্গলবার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসেবে জমা হয়েছে। এখন বিও হিসেবে শেয়ার পাঠানোর রিপোর্ট জমা দিলেই স্টক এক্সচেঞ্জে কর্তৃপক্ষ লেনদেন শুরুর তারিখ চূড়ান্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আর গত ২৪ জানুয়ারি প্যাসিফিক ডেনিমস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি কোম্পানিটির আইপিওর লটারি ড্র অনুষ্ঠিত হয়। এর আগে ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির আইপিও আবেদন গ্রহণ করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮২তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা তুলেছে। কোম্পানিটি অভিহিত মূল্যে ১০ টাকা দরে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যবসা সম্প্রসারণ (পূর্ত নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়), ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করা হবে। আমান গ্রুপের সঙ্গে বেজা ও তিতাসের চুক্তি সই আমান অর্থনৈতিক অঞ্চলের প্রাকৃতিক গ্যাস সংযোগ স্থাপনে অবকাঠামোর জন্য সম্প্রতি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে আমান ইকোনমিক জোনের সঙ্গে চুক্তি হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) এক্সকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফায়েজুল্লাহ, এনভায়রনমেন্ট ও ফরেস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসতিয়াক আহমেদ, পাওয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আহমেদ কাউয়ুম, এনার্জি ও মিনারেল বিভাগের সচিব নজিমুদ্দিন চৌধুরী। আমান গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানির নির্বাহী পরিচালক রবিউল হক।
×