ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাঘায় মুক্তিযোদ্ধা যাচাই কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০৪:৪৪, ৩১ জানুয়ারি ২০১৭

বাঘায় মুক্তিযোদ্ধা যাচাই কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম আবারও স্থগিত করা হয়েছে। সর্বশেষ সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বৈঠকে সাত সদস্যের মধ্যে তিনজন উপস্থিত না হওয়ায় এ কার্যক্রম স্থগিত করা হয়। একই সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামী ধার্য তারিখের কার্যক্রমও স্থগিত করা হয়। এদিকে শুরুতেই দুই দফা যাচাই-বাছাই স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা। অভিযোগ উঠেছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত না করায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এ কারণেই যাচাই-বাছাই বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাল মুক্তিবার্তা ও গেজেটে নাম তালিকাভুক্ত উপজেলার ৮৫ অভিযুক্ত মুক্তিযোদ্ধাসহ অনলাইনে আবেদনকারী ৪৮০ জনের যাচাই-বাছাইয়ের জন্য গত শনিবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়। কমিটির সিদ্ধান্তক্রমে ওই দিন আড়ানী পৌর এলাকা, বাউসা, চকরাজাপুর ও আড়ানী ইউনিয়ন, সোমবার পাকুড়িয়া, মনিগ্রাম, গড়গড়ি ও বাজুবাঘা ইউনিয়ন এবং মঙ্গলবার বাঘা পৌরসভার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য তারিখ নির্ধারণ করা হয়। তবে প্রথম দিন শনিবার যাচাই-বাছাই কমিটির তালিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেকের নাম থাকলেও কার্যক্রম শুরুর আগে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক ফ্যাক্সবার্তায় তাকে বাদ নিয়ে অন্য এক বীরপ্রতীকের নাম অন্তর্ভুক্ত করা হয়। ফলে ওই দিন বিশেষ কারণ দেখিয়ে স্থগিত করা হয় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম জানান, প্রথম দিন ফ্যাক্সবার্তার কারণে যাচাই-বাছাই স্থগিত করা হলেও দ্বিতীয় দফায় সোমবার তা হওয়ার কথা ছিল। কিন্তু জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আরাও দুজন সদস্য অনুপস্থিত থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
×