ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশে এখন জিপিএ-৫ নির্যাতন চলছে ॥ নূর

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ জানুয়ারি ২০১৭

দেশে এখন জিপিএ-৫ নির্যাতন চলছে ॥ নূর

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ জানুয়ারি ॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সন্তানদের কেবল প্রথম দ্বিতীয় আর তৃতীয় করার প্রতিযোগিতা করলে শিশুদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে তা একেবারে শুকিয়ে যাবে। তার চেয়ে তাদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, তা বিকাশের সুযোগ দিলে দেশে মানবিক সমাজ গড়ে উঠবে। তা নাহলে জঙ্গীবাদের উত্থানের মধ্য দিয়ে দানবের সমাজ গড়ে উঠবে। আমরা কখনই দানবের সমাজ চাই না। বর্তমানে দেশে কেবলমাত্র জিপিএ-৫ এর প্রতিযোগিতা চলছে। কোচিং নির্ভর আর পাঠ্য পুস্তকের মধ্যে সীমাবদ্ধ রেখে পরীক্ষায় ভাল ফল করাই অভিভাবকদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এটিকে আমি বলি জিপিএ-৫ নির্যাতন। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে তা আবিষ্কার করতে হবে। যারা ছাত্রজীবনে ভাল ফল করেনি, তারাও জীবনে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। কারণ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি এবং শিল্পীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’ তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁর ঐতিহ্যবাহী জিলা স্কুলের শতবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, সাবেক এমপি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, ঢাকার পুলিশ সুপার জিলা স্কুলের ছাত্র শাহ মিজান শাফিউর রহমান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) রাশিদুল হক, পৌর মেয়র নজমুল হক সনি, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলার নির্বাহী অফিসার রেজাউল বারী এবং জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উৎসব কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ সরকার বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় স্কুল চত্বর থেকে বের করা হয় বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা। হাতি ঘোড়া এবং ব্যান্ডদলের সমন্বয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলতাফ হোসেন। উল্লেখ্য, এই স্কুলটি ১৯১৭ সালে করোনেশন হাইস্কুল নামে প্রতিষ্ঠিত হয়।
×