ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৫

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতে এবং বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে শুধু হবিগঞ্জে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে পাঁচজন। এসব সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৪। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিরামচর-উলুকান্দি নামক স্থানে বৃহস্পতিবার ভোরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জগন্নাথপুর গ্রামের দারশা খাতুন (২৮), কিশোরগঞ্জের ভৈরবের গোরাগান্দা গ্রামের মাইক্রোচালক আল-আমিন (২৮), জয়পুরহাট সদরের বায়েজিদ আলম (৩৫), গৌতম কুমার (৩৮) ও অজ্ঞাত নামা যুবক (৩২)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে কতর্ব্যরত চিকিৎসক জনকণ্ঠকে জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৬টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাইক্রোবাসের মধ্যে বিরামচর-উলুকান্দিতে মুখোমুখি সংর্ঘষ ঘটে। ফলে মাইক্রোসটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি একটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। পাবনা ॥ পাবনার বেড়ায় ইটভাঙা গাড়ির নিচে চাপা পড়ে এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ইটভাঙা গাড়ির চালক। তার নাম শাহাদত প্রামাণিক। তিনি উপজেলার আমাইকোলা গ্রামের মৃত ইব্রাহিম প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার উপজেলার মোহনগঞ্জে ইট ভাঙতে সড়ক থেকে ঢালে নামতে গিয়ে গাড়ি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক শাহাদত। এদিকে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বৃহস্পতিবার বিকেলে একটি ট্রাক বেড়া বাসস্ট্যান্ডের গোল চত্বর ভেঙ্গে ভেতরে ঢুকে উল্টে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়। সীতাকু-, চট্টগ্রাম ॥ সীতাকু-ে গাড়ির চাপায় মোঃ হাসান মাঈনউদ্দিন জনি (৩৪) নামে এক স্কুল অফিস ক্লার্ক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। জনি উপজেলার উত্তর ছলিমপুর জলিল টেক্সটাইল গেট এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছের পুত্র ও কালুশাহ্ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস ক্লার্ক। নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কালিকাপুর এলাকায় বুধবার সন্ধ্যা সাতটার দিকে ট্রাকের ধাক্কায় বিজয় কোড়াইয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। বিজয় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত ফিলিপ কোড়াইয়ার ছেলে। তিনি সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবসায়ী ছিলেন। শেরপুর ॥ ঝিনাইগাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার উত্তর ডেফলাই গ্রামের মৃত বছর ম-লের স্ত্রী ফুল খাতুন (৭০) ও দক্ষিণ গান্ধিগাঁও গ্রামের মৃত জুনায়েত আলীর ছেলে আহম্মেদ শরীফ (২৬)। কুষ্টিয়া ॥ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার নওদা গোপালপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইফতেকার উদ্দিন (৩০)। তিনি এ উপজেলার তালবাড়িয়া গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে নওদা গোপালপুর এলাকায় পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক পেছন থেকে ইফতেকারের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে তার ছেলেটির তেমন ক্ষতি হয়নি। আমতলী, বরগুনা ॥ আমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনকে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমতলী-তালতলী সড়কের দক্ষিণ-পশ্চিম আমতলী পয়েন্টে টমটম ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জাকির (২০), আরোহী বাবুল (৫০) ও আবদুর রশিদ (৪০) আহত হন। একই সময় আমতলী-কলাপাড়া সড়কের হাসপাতাল রোডে বেপোরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় পনু তালুকদার (৪৫) ও ফেরদৌস (১৮) আহত হন। কক্সবাজার ॥ রামুর পানিরছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শুক্কুর নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শুক্কুর উপজেলার রশিদ নগর সিকদারপাড়ার বশির আহম্মদের ছেলে। পুলিশ জানায়, সকালে কক্সবাজারমুখী একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে শুক্কুর ঘটনাস্থলে মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার তারাগেট এলাকায় বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত রতন কুমার (৬০) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মচারী। প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে রতনকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×