ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

আহত ১৫ ॥ সাংবাদিক মারধরে এএসআই সাসপেন্ড

রাজধানীতে হরতাল নেই, ধাওয়া শুধু শাহবাগে

প্রকাশিত: ০৫:৫২, ২৭ জানুয়ারি ২০১৭

রাজধানীতে হরতাল নেই, ধাওয়া শুধু শাহবাগে

স্টাফ রিপোর্টার ॥ বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীতে তেমন কোন প্রভাবই পড়েনি। হরতালকারীদের কর্মসূচী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনেই সীমাবদ্ধ ছিল। সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে হরতালকারীদের কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাস, গরম পানি নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময় সাংবাদিককে মারধরের দায়ে শাহবাগ থানার এএসআই এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চারুকলা ইনস্টিটিউটের সামনের কয়েক শ’ গজ রাস্তায় কয়েক ঘণ্টার জন্য যানবাহন চলাচল বিঘিœত হয়েছে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছিল। বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছিল তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি। গত বছরের ২৬ নবেম্বর ঢাকায় মহাসমাবেশ থেকে এমন কর্মসূচী ঘোষণা করা হয়েছিল সংগঠনটির তরফ থেকে। সংগঠনটির এমন কর্মসূচীতে বিএনপি সমর্থন জানালেও তাদের কোন নেতাকর্মী মাঠে ছিল না। পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে হরতালের সমর্থনে পল্টন, প্রেসক্লাব, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় ছোট ছোট মিছিল হলেও শুধু চারুকলা ইনস্টিটিউটের সামনে ছাড়া আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ছয়টার দিকে সংগঠনটির ব্যানারে একটি মিছিল টিএসসি থেকে বের হয়। মিছিলটি চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবির হাটের কাছে অবস্থান নেয়। মিছিলকারীরা লাঠির মাথায় ব্যানার বেঁধে শাহবাগের দিকে অগ্রসর হতে থাকে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এর আগেই শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে দেয় পুলিশ। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গণগ্রন্থাগারের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তারা শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানের কাঁচ ভাংচুর করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা শাহবাগের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। মিছিলকারীরা গণগ্রন্থাগার, চারুকলা ইনস্টিটিউটসহ আশপাশে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সকাল দশটা পর্যন্ত এমন পরিস্থিতি চলতে থাকে। এরপর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রথমে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তাতেও বিক্ষোভকারীরা সরে না গিয়ে রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ জলকামান থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করে। এ সময় টিয়ারশেল ও রাবার বুলেটে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাঈমা খালেদ মনিকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদারসহ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বিভিন্ন বাম ছাত্রসংগঠনের বেশ কয়েক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, শাহবাগ এলাকায় হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। জনদুর্ভোগ এড়াতেই পুলিশ থানার সামনে বিক্ষোভকারীদের বাধা দিয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে পুলিশ টিয়ারশেল ব্যবহার করতে বাধ্য হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে যানবাহন চলাচল বিঘিœত হয়। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বারডেম ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের চরম ভোগান্তি পোহাতে হয়। এদিকে সংঘর্ষের সময় বেসরকারী এটিএন নিউজের রিপোর্টার ইসান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলিমকে মারধর করে পুলিশ। এ ঘটনায় শাহবাগ মডেল থানার এএসআই এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান। দুপুর দুটায় কর্মসূচী শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনু মুহাম্মদ নতুন কর্মসূচী ঘোষণা করেন। নতুন কর্মসূচী মোতাবেক আগামী ২৮ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত প্রকল্পসহ সব প্রকল্প বাতিলের দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদেশে রাজপথে অবস্থান কর্মসূচী পালন করবে সংগঠনটি। এছাড়া আগামী ১১ মার্চ খুলনা মহানগরীতে উপকূলীয় মানুষদের নিয়ে মহাসমাবেশ করা হবে। সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক শ্রমিক নেত্রী মোশরেফা মিশু ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য রাখেন। প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলায় ১৩শ’ ২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। সুন্দরবনের কাছে হওয়ার কারণ দেখিয়ে শুরু থেকেই এ কেন্দ্রটি স্থাপনের বিরোধিতা করে আসছে এসব বাম দল। তাদের দাবি, এই বিদ্যুতকেন্দ্র হলে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। যদিও সরকার ছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, এই বিদ্যুতকেন্দ্র হলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না।
×