ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চুম্বক শরীর!

প্রকাশিত: ০৫:৪০, ২৬ জানুয়ারি ২০১৭

চুম্বক শরীর!

৩৮ বছর বয়সী বসনীয় নাগরিক নারমিন হ্যালিলাজিক। একদিন রাতের খাবারের পর ছেলেকে সঙ্গে নিয়ে থালাবাসন ধোয়ার কাজ সারছিলেন তিনি। আচমকা প্লেটের ওপর রাখা একটি কাঁটাচামচ ছুটে এসে তার গায়ে সেঁটে যায়। ভড়কে যান তিনি। তবে ছেলে বেশ মজা পেয়ে বসে। সে নানা কিছু বাবার দিকে ছুড়তে শুরু করে। অনেক জিনিসই আটকে গেল নারমিনের শরীরে। যেন চুম্বক আছে তার গায়ে। নারমিন দাবি করেন, তার দেহে লোহা ও প্লাস্টিক দুই ধরনের ধাতুই এঁটে যায়। তবে তার শরীরে কী এমন শক্তি আছে, তিনি তা জানেন না। আর তিনি তার শরীরে আলাদা কোন কিছুর অস্তিত্বও অনুভব করেন না। নারমিন ক্রোয়েশিয়ান নিউজ চ্যানেল এনওয়ানকে বলেন, তিন দিন আগে এ ঘটনা ঘটে। কোন ধরনের পূর্বপ্রস্তুতি ছাড়াই ধাতব ও প্লাস্টিকের জিনিসপত্র তার শরীর চুম্বকের মতো টানতে পারে। যেমনÑ চামচ, ছুরি, সিডি, রিমোট কন্ট্রোল, মোবাইল ফোন, এমন অনেক কিছু। এই ধরনের বিস্ময়কর শক্তির অধিকারী কেবল নারমিনই নন, এর আগে ২০১৩ সালে জর্জিয়ার ইতিবার এলচিয়েভ বিশ্ব রেকর্ড ভেঙ্গে ছিলেন। তিনি সেবার ৫৩টি ধাতব চামচ তার ঘাড়ে ও বুকে সাঁটেন। - ডেইলি মেইল অবলম্বনে
×