ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বড় ধরনের মূল্য সংশোধন

প্রকাশিত: ০৫:১৮, ২৬ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে বড় ধরনের মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সব ধরনের মূল্যসূচকে বড় ধরনের দর সংশোধন হয়েছে। পাশাপাশি লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রধান মূল্যসূচক কমেছে ৮৭ পয়েন্ট। যা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২৮৪ পয়েন্ট। উভয় বাজারে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক খাত, প্রকৌশল, জ্বালানি এবং শক্তি ও বস্ত্র খাতের কোম্পানিগুলো দর হারিয়েছে বেশি। এর বিপরীতে অপেক্ষাকৃত ছোট মূলধনী বীমা কোম্পানিগুলোর দর বেড়েছে বেশি। তবে এই কোম্পানি মূল্যসূচকের পতনকে ঠেকাতে পারেনি। ফলে দিনশেষে প্রধান সূচকটি ১.৫০ শতাংশ কমেছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। যা মঙ্গলবার ছিল ২ হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের দৈনিক লেনদেনের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, স্বাভাবিক মুনাফা তোলার প্রবণতার কারণে বাজারে মূল্য সংশোধন ঘটেছে। বিশেষ করে গত কয়েকদিন বড় ধরনের মুনাফা করায় ব্যাংক খাতের মুনাফা তোলার প্রবণতা বেশি দেখা গেছে। যদিও দিনটিতে সার্বিক লেনদেনের মোট ২৫.৩০ শতাংশই দখল করেছে খাতটি। আর মূল্য সংশোধনের কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। তবে দিনটিতে সাধারণ বীমা কোম্পানিগুলোর দর সম্মিলিতভাবে বেড়েছে ২.৪০ শতাংশ। অন্যদিকে ব্যাংক খাতটি দর হারিয়েছে ৩ শতাংশ। ডিএসইতে লেনদেনের শীর্ষের কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, আইডিএলসি, বেক্সিমকো, বারাকা পাওয়ার, লঙ্কা বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, সাইফ পাওয়ার ও ইফাদ অটোস। মূল্য সংশোধনের দিনের ডিএসইতে বীমা খাতের আধিপত্য লাখ করা গেছে। এদিন দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ৮টি বা ৮০ শতাংশ বীমা কোম্পানি। এগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। এদিন ৭.১৩ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। আর ৬.৭৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে ফেডারেল ইন্স্যুরেন্স, ৬.৬৭ শতাংশ বেড়ে চতুর্থ স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ৫.৮৮ শতাংশ বেড়ে ষষ্ঠ স্থানে জনতা ইন্স্যুরেন্স, ৫.২৮ শতাংশ বেড়ে সপ্তম স্থানে ইষ্টার্ন ইন্স্যুরেন্স, ৫.১৭ শতাংশ বেড়ে অষ্টম স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ৫.০৯ শতাংশ বেড়ে নবম স্থানে রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ও ৪.৬৯ শতাংশ বেড়ে দশম স্থানে উঠে এসেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফরচুন সুজ, এবি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও এক্সিম ব্যাংক।
×