ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবজাতকের চার পা

প্রকাশিত: ০৬:০৪, ২৪ জানুয়ারি ২০১৭

নবজাতকের চার পা

চারটি পা আর দুটি পুরুষাঙ্গসহ এক শিশুর জন্ম হয়েছে ভারতের কর্নাটকের বল্লারিতে। গত শনিবার ভোরে স্থানীয় এক হাসপাতালে জন্ম হয় শিশুটির। ব্যতিক্রমী ওই শিশুকে অস্ত্রোপচারের জন্য রায়চরের বিজয়নগর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি খুব জটিল হওয়ায় কীভাবে অস্ত্রোপচার করলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। তবে ওই শিশুটির পরিবার অস্ত্রোপচারের জন্য প্রথমে রাজি ছিল না। শিশুটির মা ললিতাম্মার বিশ্বাস, সে ঈশ্বরের আশীর্বাদ। অস্ত্রোপচার করা উচিত হবে না। পরে চিকিৎসকেরা তাকে বোঝান। দিবাকর গাড্ডি নামে এক চিকিৎসক জানান, শিশুটির চারটি পা আর দুটি পুরুষাঙ্গ ছাড়া শরীরের বাকি অংশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সে কারণে, বিশেষ করে পুরুষাঙ্গে অস্ত্রোপচার করে আলাদা করাটা মুশকিল। কিন্তু কেন এ রকম হলো? ওই চিকিৎসক জানান, সাধারণত মনোজাইগোটিক টুইন অর্থাৎ একই ভ্রƒণ থেকে যমজ সন্তান হওয়ার ক্ষেত্রেই এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে ভ্রƒণ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এর পর দু’টি আলাদা ভ্রƒণ রূপেই তাদের বৃদ্ধি হতে থাকে। আর যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু দেখা যায়, অনেক সময়ই অপুষ্টি বা জিনগত অন্য কোন কারণে দুটি সন্তানের আলাদাভাবে বৃদ্ধি হয় না। তখন জোড়া সন্তানের জন্ম হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া
×