ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মগবাজার এক্সচেঞ্জের ২৯৮১ টেলিফোন ৮ ডিজিটে উন্নীত হচ্ছে

প্রকাশিত: ০৬:০২, ২৩ জানুয়ারি ২০১৭

মগবাজার এক্সচেঞ্জের ২৯৮১ টেলিফোন ৮ ডিজিটে উন্নীত হচ্ছে

মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের (৯৩৪৯২৪৭ হতে ৯৩৪৯৯৯৯, ৯৩৫০০০০ হতে ৯৩৫০৯৫৬, ৯৩৫৪১৯২ হতে ৯৩৫৪৪৪৬, ৯৩৫৬৯৯৭ হতে ৯৩৫৭২৫১ এবং ৯৩৫৭৫০৭ হতে ৯৩৫৮২৭১ পর্যন্ত) মোট ২৯৮১টি টেলিফোন কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ আছে। অল্প দিনের মধ্যে নম্বরগুলোকে ত্রুটিমুক্ত করা হবে এবং ৮ ডিজিটের উন্নত প্রযুক্তির সুবিধাসম্পন্ন নম্বরে উন্নীত করা হবে। ৭ ডিজিটের পূর্বের নম্বরের আগে ‘৪’ যুক্ত হবে। উদাহরণস্বরূপ- পূর্বের ‘৯৩৪৯৯৯৯’ এর নতুন নম্বর হবে, ‘৪৯৩৪৯৯৯৯’, পূর্বের ‘৯৩৫০০০০’ এর নতুন নম্বর হবে ‘৪৯৩৫০০০০’ পূর্বের ‘৯৩৫৪৪৪৬’ এর নতুন নম্বর হবে ‘৪৯৩৫৪৪৪৬’। গ্রাহকবৃন্দের টেলিফোনে সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। Ñবিজ্ঞপ্তি
×