ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জনগণ রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে পারে এমন সার্চ কমিটি চায় বিএনপি-মওদুদ

প্রকাশিত: ০১:৩৯, ২০ জানুয়ারি ২০১৭

জনগণ রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে পারে এমন সার্চ কমিটি চায় বিএনপি-মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ নতুন নির্বাচন কশিন গঠনে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে পারে বিএনপি এমন একটি সার্চ কমিটি চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফেরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনকালীন সরকারের বিষয়ে সমঝোতার ইঙ্গিত দিয়ে মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দল গুলোর সঙ্গে সংলাপ করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ। আশা করছি তিনি নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগের হতে পারেন। অনেকেই সন্দেহ করেন আওয়ামী লীগ যা বলবে তিনি তাই করবেন। এটা চিন্তা করার কোনো দরকার নেই। এ সংলাপের ধারাবাহিকতায় শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার পরে তিনি নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়েও উদ্যোগ অব্যাহত রাখবেন, যাতে আমরা আরও সংলাপে যেতে পারি। আর এই সংলাপ ব্যর্থ হলে আমাদের সামনে আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প পথ থাকবে না। ওই আন্দোলনেই সমাধান আনতে হবে। মওদুদ বলেন, যাদের কোন রাজনৈতিক স্বার্থ থাকবে না- নির্বাচনকালীন সহায়ক সরকার এমনই হতে হবে। এধরেনর সরকারি চায় বিএনপি। কারণ, এদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র আছে। কিন্তু এটা দলীয় গণতন্ত্র। আইনের শাসন ও বিচারবিভাগের উপর মানুষের আস্থা নেই। এছাড়া দেশে কোন রাজনীতি নেই, একদলীয় রাজনীতি চলছে।
×