ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামীকাল থেকে মুধুমেলা শুরু চলবে সাতদিন

প্রকাশিত: ১৯:৫৭, ২০ জানুয়ারি ২০১৭

আগামীকাল থেকে মুধুমেলা শুরু চলবে সাতদিন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ থেকে কবির জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়ির মরা কপোতাক্ষ নদের তীরে ৭দিন ব্যাপী মধুমেলা শুরু হচ্ছে। আসন্ন এসএসসি পরীক্ষার কারনে এবারও কবির জন্ম ২৫ জানুয়ারির পরিবর্তে আগামীকাল শনিবার ২১ জানুয়ারি থেকে শুরু করা হচ্ছে কবির জন্মবার্ষিকী ও সাতদিন ব্যাপী মধুমেলা। আগামীকাল সন্ধ্যায় জন্মবার্ষিকী ও সাতদিন ব্যাপী মধুমেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে কেশবপুরে সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আগামীকাল শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক ডঃ মোঃ হুমায়ুন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, কাজী নাবিল আহমেদ, রণজিৎ কুমার রায়, স্বপন ভট্রাচার্য্য, সংস্কৃতিক মন্ত্রনালয়ের সচিব আকতারী মমতাজ, খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ। সাতদিন ব্যাপী মধুমেলায় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাগরদাঁড়ীর মধু মঞ্চে প্রতিদিন দুপুর ২টা থেকে কবির জীবনী ও সাহিত্যের উপর বিষয়ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারী, বাউল গান, পালাগানসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার মাঠে থাকছে যাত্রাপালা, সার্কাস, মৃত্যুকুপ, যাদু প্রদর্শনী, ভ্যারাইটি শো, নাগোরদোলা, আকর্ষণীয় কৃষিমেলা, বিসিকের ষ্টলসহ কুটির শিল্প ও নানা রকমের গ্রামীণ পণ্যের সমারোহ বসেছে।
×