ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় হানিফ

নির্বাচন নিয়ে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে আলোচনা নয়

প্রকাশিত: ০৬:১৭, ২০ জানুয়ারি ২০১৭

নির্বাচন নিয়ে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে আলোচনা নয়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর ইউনাইটেড ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে এটি প্রথম সভা। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে আমরা যে কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে পারি। তবে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী, হত্যাকারী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ব্যক্তি, দল ও তাদের পৃষ্ঠপোষকতাকারীদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ বৈঠক করতে সম্মত নয়। এটা আগেও বলা হয়েছে। তারপরও যদি কারও কোন বক্তব্য থাকে, সুনির্দিষ্ট প্রস্তাব থাকে সরকারের কাছে দিতে পারেন। সরকার যদি যৌক্তিকভাবে আলোচনার প্রয়োজন আছে মনে করেন তাহলে হতে পারে। এর বাইরে আর কিছু ভাববার সময় নেই। মাহবুব-উল-আলম হানিফ বিএনপি’র সমালেচনা করে বলেন, একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থেকে তারা দেশকে দুর্নীতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। জামায়াতকে সঙ্গী করে ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত সরকারের মধ্যে ‘হাওয়া ভবনে অর এক সরকার’ বানানো হয়েছিল। লুটপাট ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ১২৯টি মৌলবাদী জঙ্গী সংগঠনের আবির্ভাব ঘটেছিল। তাদের এই পাঁচ বছরের শাসনামলে দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। এই দুটি বিষয়কে বিএনপি’র ‘সাফল্য’ উল্লেখ করে হানিফ বলেন, ক্ষমতায় থেকে বিএনপি লুটপাট ছাড়া কিছুই করেনি। যে কারণে গত ৮ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে বিদ্যুত, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করে চলেছে তা বিএনপি নেতাদের চোখে পড়ছে না। উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতির জন্য বিশ্ব নেতৃত্ব বাংলাদেশকে রোল মডেল বলে আখ্যায়িত করছেন। আর উন্নয়নের ধারাবাহিকতায় ঈর্ষান্বিত হয়ে ‘ফখরুল সাহেবরা’ বলছেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কারা দেশের জন্য কি করেছে ও করছে তা শুধু দেশবাসী নয়, বিশ্বাসীও দেখছে। তিনি বিএনপি নেতাদের ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনারা জনগণের আস্থা অর্জন করুন। মাহবুব-উল-আলম হানিফ সরকারের ধারাবাহিক ৮ বছরের উন্নয়ন কর্মকা-ের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনার নেতৃত্ব গুণের প্রশংসা করছেন বিশ্ব নেতৃত্ব। তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলাসহ সর্বত্রই উন্নয়নের জোয়ার বইছে। সর্বস্তরের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। সরকারের সাফল্য জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরতে পারলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তিনি মতপার্থক্য ও বিভেদ ভুলে এখন থেকে দলকে আরও শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় পর্যায়ের এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, সভাপতি ম-লীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য প্রমুখ।
×