ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কারাগারে জঙ্গীদের সংগঠিত হওয়ার সুযোগ নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:০০, ২০ জানুয়ারি ২০১৭

কারাগারে জঙ্গীদের  সংগঠিত হওয়ার  সুযোগ নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাগারে প্রত্যেক আসামি বা অপরাধীকে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে নিজস্ব বলয়ের মধ্যে থাকতে হবে। সেখানে একসঙ্গে সবাই বসে মিটিং বা সংগঠিত হওয়ার সুযোগ নেই। বিষয়টি কারা কর্তৃপক্ষ নজরে রেখেছে। শুধু কারাগার নয় প্রিজনভ্যানে আদালতে যাওয়ার সময়ও যাতে তারা কোন প্রকার অবৈধ সুযোগ-সুবিধা না পায় সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন দুুটি প্রিজনভ্যান আজকে চালু করা হলো। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন দুটি ওয়েব বেজ্্ড প্রিজনভ্যান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে দুই জঙ্গীকে ছিনিয়ে নেয়ার পর আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই। সেই বিষয়টি মাথায় রেখেই আজকে দুটি অত্যাধুনিক প্রিজনভ্যান উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি সম্বলিত এ ধরনের প্রিজনভ্যানের সংখ্যা আরও বাড়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্মৃতি রানী ঘরামী, যুগ্ম সচিব সামসুল আলম, উপ-সচিব শিরিন রুবী, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি (প্রিজন) কর্নেল ইকবাল হাসান, ঢাকা বিভাগীয় ডিআইজি তৌহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার জাহাঙ্গীর কবির ও জেলার নেছার আলম প্রমুখ।
×