ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলা ॥ আপীল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

প্রকাশিত: ০৯:০০, ১৯ জানুয়ারি ২০১৭

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলা ॥ আপীল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদ-াদেশ বহাল রেখে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বুধবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বেঞ্চের অপর তিন সদস্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। রায়ে মুফতি হান্নান ছাড়া মৃত্যুদ-প্রাপ্ত অপর দুই আসামি হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। এছাড়া হাইকোর্টে যাবজ্জীবন কারাদ- বহাল থাকা দুই আসামি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল আপীল করেননি। ফলে তাদের যাবজ্জীবন বহালই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত ৭ ডিসেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ মৃত্যুদ-ের বিরুদ্ধে তাদের করা আপীল খারিজ করে দেয়। এই রায়ের ফলে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ চাঞ্চল্যকর অনেক মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নানকে দেশের সর্বোচ্চ আদালত প্রথম কোন মামলায় মৃত্যুদ- বহাল রাখল। এখন তিনি রিভিউ না করলে ফাঁসি কার্যকরে কোন আইনগত বাধা থাকবে না। তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন মুফতি হান্নান। আদালতে তিন আসামির পক্ষে আপীল শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী ও হেলাল উদ্দিন মোল্লা। অপরদিকে রাষ্ট্রপক্ষে আপীল শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত ১৫ নবেম্বর এই মামলায় হাইকোর্টে মৃত্যুদ- বহাল থাকা মুফতি হান্নানসহ তিন আসামির করা আপীল শুনানির জন্য গ্রহণ করে আপীল বিভাগ। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আপীলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দেয় আদালত। সেই আপীল শুনানি গত ৩০ নবেম্বর শুরু হয়, যা শেষ হয় ৬ ডিসেম্বর। শুনানি শেষে ৬ ডিসেম্বর আদালত রায়ের জন্য ৭ ডিসেম্বর দিন নির্ধারণ করে। সে অনুযায়ী ৭ জানুয়ারি তিনজনের মৃত্যুদ-ই বহাল রেখে রায় দেয় আপীল বিভাগ।
×