ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাসুমের হার্টে দুটি ছিদ্র, চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৮, ১৮ জানুয়ারি ২০১৭

মাসুমের হার্টে দুটি ছিদ্র, চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ জন্মগত হৃদরোগে আক্রান্ত চার বছরের শিশু মাসুমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে দু’টি ছিদ্র ধরা পড়েছে। শ্বাস-প্রশ্বাস নিতে তার খুব কষ্ট হচ্ছে। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দী গ্রামে তার বাড়ি। বর্তমানে সে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে চিকিৎসার এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। শিশুটির পিতা একজন রিক্সাচালক। তিনি চার সদস্যবিশিষ্ট পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থারও অবনতি ঘটছে। এমতাবস্থায়, শিশু মাসুমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯২৭৩২৫৮১৭ (বিকাশ)। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে সরাসরি যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×