ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর ৩২১ ভবন ঝুঁকিপূর্ণ ॥ আনিসুল

প্রকাশিত: ০৫:৪৭, ১৮ জানুয়ারি ২০১৭

রাজধানীর ৩২১ ভবন ঝুঁকিপূর্ণ ॥ আনিসুল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১২ মার্কেট ও ১৪১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মেয়র মোঃ আনিসুল হক। তবে দুই সিটি কর্পোরেশন মিলিয়ে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৩২১টি। মঙ্গলবার গুলশান-২-এর ৯০ নম্বর সড়কের ইউনিমার্ট ভবনে ডিএনসিসি’র মার্কেট ও ব্যক্তি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এ কথা জানান। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুলশাল-১ নম্বরে সিটি কর্পোরেশন মার্কেটে অগ্নিকা- ও ধ্বসে পড়ার ঘটনার পরপরই ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি ফের আলোচানায় আসে। কর্পোরেশনের কর্তাব্যক্তিরা তখন জানান, অনেক আগে থেকেই এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো হয়েছিল। কিন্তু তারা দোকান ছাড়তে রাজি না হওয়ায় ভবন ধ্বসের ঘটনাটি ঘটে। এই আলোচনা যখন এখনও সরব ঠিত তখন নিজ এলাকার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তুলে ধরলেন মেয়র আনিসুল হক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন ৭টি জায়গায় এ মার্কেটগুলো রয়েছে। মার্কেটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া ১৪১টি ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে রাউজের ঘোষণা অনুযায়ী ৩২১টি ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১৪১টি ভবন উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে। ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেন বুয়েটের ইঞ্জিনিয়ার ও ভবনগুলো চিহ্নিত করেন রাজউক এবং উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। মেয়র বলেন, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে গুলশান-২-এর কাঁচা-পাকা মার্কেট, খিলগাঁওয়ের কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কারওয়ানবাজার কাঁচা ও চিকেন মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেটসহ এরকম ১২টি মার্কেট। ঝুঁকির বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে নোটিস দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এর কোন তোয়াক্কাই করছেন না। মার্কেটগুলো থেকে কেন ব্যবসায়ীদের সরানো হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা এ মুহূর্তে কোন সিদ্ধান্ত নিতে পারছি না ব্যবসায়ীদের কারণে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করছি। সংবাদ সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের ছবি দেখানো হয়। মেয়র আসিনুল হকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
×