ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাইমারীতে স্থায়ী শিক্ষক নিয়োগে রুল

প্রকাশিত: ০৮:১০, ১৬ জানুয়ারি ২০১৭

প্রাইমারীতে স্থায়ী শিক্ষক নিয়োগে রুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩৮৮ জনকে কেন স্থায়ী নিয়োগ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রুল জারি করেন। ৩৮৮ জনের পক্ষে করা পৃথক চারটি রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
×