ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুর বাড়ি দখল করতে হামলা, মারপিট

প্রকাশিত: ০৬:০১, ১৬ জানুয়ারি ২০১৭

সংখ্যালঘুর বাড়ি  দখল করতে হামলা, মারপিট

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জানুয়ারি ॥ রবিবার সকালে শহরের ডাবপট্টি মহল্লায় সংখ্যালঘু কৃষ্ণ চৌধুরীকে তার পৈত্রিক বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে হামলা, ভাংচুর ও নারীসহ বাড়ির লোকজনদের মারপিট করা হয়েছে। মারপিট ও নিক্ষিপ্ত ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহরের বুকে এমন তা-বে ডাবপট্টিসহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কৃষ্ণ চৌধুরী ও তার বৃদ্ধা মা ফুলমতি জানান, তাদের বাড়ির তিন পাশের জমি ব্যবসায়ী নাছিম উদ্দিন বিহারীর। ইতোপূর্বে সেখানে মার্কেট তৈরির জন্য নাছিম উদ্দিন তার বাড়ি কেনার জন্য ২০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু চেকটি ত্রুটিপূর্ণ থাকায় তা ফেরত দিয়ে জমি বিক্রি করবেন না বলে জানিয়ে দেন তিনি। কিন্তু নাছিম উদ্দিন নাছড়বান্দা। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে ২০/২৫ শ্রমিকসহ অন্তত অর্ধশত ভাড়াটে মস্তান এনে তার নিজের জমির স্থাপনাসহ কৃষ্ণ চৌধুরীর বাড়ির বাথরুমসহ প্রাচীর ভাংচুর শুরু করে। এ সময় নাছিম উদ্দিনের ছোট ভাই পারভেজ কৃষ্ণ চৌধুরীর ঘরে ঢুকে তার ভাতিজা-বউ রুমা রানী চৌধুরীর গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কির এক পর্যায় তাকেসহ কৃষ্ণর বৃদ্ধা মা ফুলমতি ও দুই ছেলে বিশাল ও রুহিতকে বেদম মারপিট করে বলে অভিযোগ করা হয়। ঘরে ঢুকে মহিলার গায়ে হাত দিয়ে লাঞ্ছিত করার ঘটনায় লোকজনের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নারীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলের আঘাতে নাছিম উদ্দিনের ছোট ভাই জাভেদ ও পারভেজ মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে নাছিম উদ্দিন (বিহারী) জানান, আমি আমার নিজের জমিতে মার্কেট তৈরির জন্য স্থাপনা ভাংচুর করতে গেলে কৃষ্ণ তার ভাড়াটে লোকজন দিয়ে হামলা চালায়। এতে আমার ২ ভাই আহত হয়েছে। আমরা কৃষ্ণর বাড়ি ভাংচুর বা তাদের ওপর হামলা করিনি। বরং ওরাই উল্টো হামলা করেছে।
×