ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

প্রকাশিত: ০৬:০১, ১৬ জানুয়ারি ২০১৭

স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ জানুয়ারি ॥ জেলা ছাত্রলীগের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীর ওপর সাঁকো নির্মাণ করে দেয়া হয়েছে। জেলা ছাত্রলীগ ও রায়পুরের চর বংশী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রম দিয়ে ক্ষুদে স্কুল শিক্ষার্থী এবং গ্রামবাসীদের চলার পথে সাঁকো তৈরি করে দেয়। সাঁকো তৈরির কাজে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল নিজে শ্রম দিয়ে রবিবার নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগের দিন সকালে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ, রায়পুর উপজেলা ছাত্রলীগ এবং চর বংশী ইউনিয়ন ছাত্রলীগ সাঁকো তৈরির উদ্যোগ গ্রহণ করেন। জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল এবং উদ্বোধনী করেন। রায়পুর উপজেলার উত্তর চরআবাবিলের চরজালিয়া, উত্তর ও দক্ষিণ চরবংশীর চরগাসিয়া, চরইন্দুরিয়া ও চরকাচিয়া এলাকায় নিম্ন আয়ের প্রায় ২০ হাজার মানুষের বসবাস। পাশর্^বর্তী হাটবাজার এবং প্রতিদিনের প্রয়োজনীয় কাজের জন্য মেঘনা নদী পার হয়ে যেতে হয় তাদের। অপরদিকে তাদের সংসারে প্রকৃতির ওপর নির্ভর করে লেখাপড়া করছে এ চরাঞ্চলের তিন শতাধিক শিশু শিক্ষার্থী। সেঁতুর অভাবে যাতায়াতের অসুবিধার জন্য শিশুরা বর্ষার সময় ছয় মাস লেখাপড়া বন্ধ রাখে। শুকনো মৌসুমে চলে তাদের লেখাপড়া। মূলত একটি সেঁতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মেঘনা বাজার এলাকার মেঘনা নদীর ওপর সেঁতুটি নির্মাণ করা হলে ১২ মাসেই পাঠদানে যেতে পারবে সেখানকার শিশু শিক্ষার্থীরা।
×