ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত তিন ॥ আহত ৭

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৭

যশোরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত তিন ॥ আহত ৭

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। রবিবার সকালে শহরের শানতলা এলাকায় বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জন হলেন যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালীর ছেলে লাভলু ঢালী (৩৫) ও তার ভাই জাকির এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ হোসেন (২৮)। জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে থ্রি হুইলারে করে চৌগাছা থেকে যাত্রীরা যশোরের দিকে আসছিল। পথিমধ্যে শানতলা এলাকায় পৌঁছুলে চৌগাছামুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে তারা আহত হন এবং লাভলু ঢালী ঘটনাস্থলে মারা যান। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, লাভলু ঢালীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এদিকে, অবস্থার অবনতিতে গুরুতর আহত ফরিদ এবং জাকিরকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আহতরা হলেন, চৌগাছার ফুলসারা এলাকার সোহেল (২৫), আশরাফুল (৩০), সাজেদুর (২৬), শওকত (২৬), আসাদ (৩৫) এবং চান্দা আফরা এলাকার উজ্জ্বল (৩০)। এরা সবাই শানতলা এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে কাজ করেন। ভোলায় শিশু নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, সদর উপজেলার ঘুইংগার হাট এলাকার রেবা রহমান কলেজের সামনে যাত্রীবাহী বাসের চাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাহাবুবা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে চরফ্যাশন উপজেলা থেকে ভোলা শহরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ২টি বাস ভাংচুর করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে স্কুল দৌলতখান উপজেলার চরগুমানি গ্রামের আবুল খায়েরের কন্যা মাহাবুবা আক্তার রেবা রহমান কলেজের সামনের সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় একটি বাস রাস্তার বাইরে গিয়ে ওই স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা সড়কে গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। কুড়িগ্রামে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ী শফিকের (৪০) বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার ভোরে লালমনিরহাট থেকে কাঁচামরিচবোঝাই একটি পিকআপ ভ্যান রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পিকআপ ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হন। পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী শফিক লালমনিরহাট জেলার চাপারহাটের সাবের উদ্দিনের পুত্র। ফরিদপুরে আহত কর্মচারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন পৌর কর্মচারী রীনা বণিক (৩৮)। রবিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রীনা বণিক শরীয়তপুর পৌরসভার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা মহল্লার বাসিন্দা এবং ফরিদপুর শহেরর নিলটুলী মহল্লায় বাসিন্দা কম্পিউটার অপারেটর ব্যবসায়ী রামচন্দ্র কর্মকারের স্ত্রী। জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদরপুর থেকে ফরিদপুর আসার পথে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় পড়ে। ওই দুর্ঘটনায় ওই বাসের যাত্রী রীনা বণিকসহ ১৭ জান আহত হন।
×