ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৬:২৮, ১৫ জানুয়ারি ২০১৭

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বসাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’ আজ বেলা ২-৪০ মিনিটে বিটিভিতে প্রচার হবে। অনুষ্ঠানটি পরিকল্পনা গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান, প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। অনুষ্ঠানে সমকালীন ও কালজয়ী বিশ্বসাহিত্যের বিভিন্ন দিক এবং সাহিত্যিকদের জীবন ও কর্ম তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সাহিত্যে সেসবের প্রভাব শনাক্তিরও চেষ্টা করা হয়। অনুষ্ঠানের একটি পর্বে বিশ্বখ্যাত চিত্রকর ও ভাস্করদের প্রসঙ্গও তুলে ধরা হবে। অনুষ্ঠানের ‘সমকাল মহাকাল’ পর্বে কাহলিল জিবরানের কবিতা নিয়ে গান বাংলা লিরিকসহ প্রচার হবে। ‘আলোকপাত’ পর্বে সমকালীন জাপানের জনপ্রিয় লেখক হারুকি মুরাকামিকে নিয়ে রয়েছে আলোচনা। এতে মুরাকামির জীবন ও সাহিত্যনির্ভর প্রামাণ্যচিত্র (বাংলায় ধারাবর্ণনাসহ) ও তাঁর উপন্যাস নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ (বাংলা সাবটাইটেলসহ) পরিবেশিত হবে। মুরাকামির জীবন ও সাহিত্যকর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছেন কথাসাহিত্যিক মশিউল আলম। ‘চরণ-চিত্রণ’ পর্বে কানাডা-প্রবাসী শিল্পী রাকিব হাসান তাঁর নিজের এবং কালজয়ী কানাডিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর জ্যঁ পল রিওপেলের শিল্পকর্ম নিয়ে বলেছেন। অনুষ্ঠানটি পরদিন সোমবার রাত সাড়ে আটটায় বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার হবে ।
×