ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি মেলায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদের আগ্রহ

প্রকাশিত: ০৩:৪৩, ১৩ জানুয়ারি ২০১৭

প্রযুক্তি মেলায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদের আগ্রহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ময়মনসিংহ থেকে ৭ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় ধানকাটা ও মাড়াই করার কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন কিনতে এসেছেন নাজমুল হাসান। বেশ দেখেশুনে বুঝে নিচ্ছেন মেশিন চালানোর সব পদ্ধতি। ব্যয় কমিয়ে আনতেই আধুনিক মেশিন কিনতে এসেছেন বলে জানান তিনি। নাজমুল বলেন, ধানকাটার শ্রমিক পাওয়া যায় না। এই মেশিন হলে সহজে সব কিছু করা সম্ভব হবে। আমদানি-রফতানিকারক, দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাসহ সংশ্লিষ্টদের মধ্যে আন্তঃসমন্বয়ের সুযোগ সৃষ্টি এবং কৃষক পর্যায়ে ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে ৭ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০১৭। বুধবার রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মেলায় প্রদর্শিত কৃষি যন্ত্রপাতি বাংলাদেশের কৃষি সমাজকে উৎসাহিত করবে। মেলায় নিয়ে আসা হয়েছে কম্বাইন্ড হার্ভেস্টার, ট্রাক্টর, চাল বাছাই ও চাল মাড়াই করা, বীজ বপণসহ নানা ধরনের মেশিনপত্র। কায়িক পরিশ্রমের পরিবর্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কৃষিতে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে কৃষি প্রযুক্তি মেলা বিশেষ ভূমিকা রাখছে বলে জানান উদ্যোক্তারা। তারা বলেন, বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য উপযোগী। এখানে সব ধরনের মেশিনারি আনা হয়েছে। বিভিন্ন মেশিনপত্র কেনার ক্ষেত্রে সরকারের দেয়া ৩০ শতাংশ ভর্তুকির পাশাপাশি এবারের আয়োজনে ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানও। ফলে প্রতিবারের মতো এবারও ক্রেতার সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। তারা বলেন, অনেকে মেশিন দিয়ে কি হয় জানেন না। মেলায় বিভিন্ন কোম্পানি ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এবারের মেলায় আধুনিক বিভিন্ন মেশিনপত্র নিয়ে আসতে পেরে ভাল কিছুর প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের ৩৬৫টি স্টল। উদ্যোক্তা শ্রেণীর ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠান অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি ড. বিচোওয়ানা রতনউইবন সুম এবং প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী রচিত ‘উদ্যোক্তা শ্রেণী ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়সমূহ বাংলাদেশে কার্যকরী: একটি সরেজমিন পর্যালোচনা’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠান ২য় দ্বিবার্ষিক বাংলাদেশ একাডেমি অব ব্যবসা প্রশাসনের শেষদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে অনুষ্ঠিত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন কানটারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আফজাল রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গ্রন্থের মোড়কও উন্মোচন করেন। এতে ফ্রান্সের কেডিজি বিজনেস স্কুলের প্রফেসর ড. সাজ্জাদ জসিম উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ডিন প্রফেসর শরীফ নূরুল আকাম। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ শাহীদুর রহমান। এতে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বাণিজ্য বিভাগ ড. ইসরাত জাহান বিশেষ বক্তা ছিলেন। প্রধান অতিথি মন্তব্য করেন যে, গ্রন্থটি বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণীর দক্ষতা বৃদ্ধি ও কার্যকারিতা সৃষ্টিতে সহায়তা করবে। এতে ডেফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কুদরত-ই-খুদা বাবু মুখ্য আলোচক ছিলেন। উল্লেখ্য, ড. মাহবুব আলী এই গ্রন্থের জন্য থাইল্যান্ডের নারুসিয়ন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ পেয়েছেন।
×