ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাখা ব্যবস্থাপকদের উদ্দেশে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান

অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে কাজ করুন

প্রকাশিত: ০৩:৪২, ১৩ জানুয়ারি ২০১৭

অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে কাজ করুন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনে সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে ব্যাংক পরিচালনার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে শাখা ব্যবস্থাপকদের কাজ করার নির্দেশনা দেন ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান। বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানিয়েছেন অনুষ্ঠানে আরাস্তু খান বলেছেন, ‘সবাই তো ভোট দেন। যে কোন কর্মী যে কোন দলের প্রার্থীকে ভোট দিতে পারেন। কেউ চাইলে বিএনপিকেও ভোট দিতে পারেন। ব্যাংকে সঠিকভাবে কাজ করলে কারও কোন সমস্যা হবে না। কিন্তু মিছিল করা যাবে না। মিটিং করা যাবে না। গাড়ি ভাংচুর, বোমা হামলার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। কেউ রাজনীতি করতে পারবে না। রাজনীতি বলতে শুধু জামায়াত ইসলাম নয়, কোন দলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংকের সকল শক্তি ও সামর্থ্যকে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানো হবে। দেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে দেশের সকল মানুষের জন্য এ ব্যাংকের সেবার দরজা উম্মুক্ত থাকবে। ইসলামী ব্যাংকের মৌলিক দর্শন, লক্ষ্য ও উদ্দেশে কোন পরিবর্তন হবে না উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাংক তার সকল কার্যক্রম শরিয়ার নীতিমালার আলোকে পরিচালনা করবে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ, পদোন্নতি ও পদায়ন করা হবে। এছাড়া নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারী অফিসার নিয়োগ বৃদ্ধি এবং অন্যান্য ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা-কর্মচারীদের বেতনকাঠামো পুনর্বিন্যাস করা হবে। সম্মেলনে জানানো হয়, গত ২০১৬-এর ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ হাজার কোটি টাকা। যা ২০১৫ সালের ডিসেম্বরের তুলনায় ৬ হাজার ৫০০ কোটি টাকার বেশি। একই সময়ে ৮ হাজার ৮০০ কোটি টাকা নতুন বিনিয়োগসহ মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ। ২০১৬ সালে ইসলামী ব্যাংক আমদানি, রফতানি ও রেমিটেন্স বাণিজ্য করেছে যথাক্রমে ৩৪ হাজার কোটি টাকা, ২৫ হাজার কোটি টাকা এবং ২৮ হাজার কোটি টাকা। ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ পরিচালনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। সরকারের রূপকল্পপ-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এ ব্যাংক আগামীতে জিডিপিতে ১ শতাংশ অবদান রাখার জন্য কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মোঃ জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল মাবুদ, পরিচালক হেলাল আহমদ চৌধুরী, সামীম মোহাম্মদ আফজাল, বোরহান উদ্দিন আহমেদ, প্রফেসর ড. কাজী শহিদুল আলম, মোঃ সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মিজানুর রহমান ও প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল হামিদ মিঞার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব-উল-আলম। ব্যাংকের অন্যান্য উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের উর্ধতন নির্বাহী, জোন প্রধান ও শাখা ব্যবস্থাপকরা এ সম্মেলনে অংশ নেন।
×