ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাইওয়ান প্রণালীতে চীনা বিমানবাহী রণতরীর প্রবেশ

প্রকাশিত: ০৩:৫৬, ১২ জানুয়ারি ২০১৭

তাইওয়ান প্রণালীতে চীনা বিমানবাহী রণতরীর প্রবেশ

চীনের একমাত্র বিমানবাহী রণতরী ‘লিয়াওনিং’ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে বলে বুধবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই ঘটনাকে বেজিংয়ের শক্তি প্রদর্শন বলেই দেখা হচ্ছে। খবর এএফপির। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লিয়াওনিং তার ব্যাটল গ্রুপসহ তাইওয়ানী জলসীমায় প্রবেশ করেনি। তবে এটি তাদের বিমান প্রতিরক্ষা অঞ্চলের মধ্য দিয়ে গেছে। তাইওয়ানের সংবাদ মাধ্যম জানিয়েছে, দ্বীপ দেশটির সামরিক বাহিনী চীনা রণতরীর গতিবিধি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার রাতেই এফ-১৬ যুদ্ধবিমান ও অন্য বিমান পাঠিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য করেনি। মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, সামরিক বাহিনী পরিস্থিতি খতিয়ে দেখছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা তাইওয়ানের জনগণকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং লি’র মধ্য আমেরিকার কয়েকটি দেশ সফরের সময় যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির পরই এই ঘটনা ঘটল। স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সঙ্গে চীনের মূল ভূখ-ের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। এ কারণে সাইয়ের যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি নিয়ে উদ্বিগ্ন চীন। এ সফরকালে সাইকে যুুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়ারও অনুরোধ করেছিল চীন। গত মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাইয়ের ফোনালাপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করে চীন এবং এরপর থেকেই দ্বীপটির আশপাশে সামরিক মহড়া জোরদার করেছে বেজিং। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। যদিও তাদের মধ্যে আনুষ্ঠানিক কোন সম্পর্ক নেই।
×