ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অগ্রযাত্রা টেনে ধরেছে সাম্প্রদায়িকতা জঙ্গীবাদ ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫৩, ৮ জানুয়ারি ২০১৭

অগ্রযাত্রা টেনে ধরেছে সাম্প্রদায়িকতা জঙ্গীবাদ ॥ রাষ্ট্রপতি

বিডিনিউজ ॥ সাম্প্রদায়িকতা, কুসংস্কার, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে মুক্ত হতে গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে বেসরকারী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের পথ চলার অবিনাশী চেতনা, যার পুরোধা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ চেতনায় বার বার আঘাত এসেছে। ভূলুণ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু এদেশের জনগণ কখনও তা মেনে নেয়নি। রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচার, সামরিকতন্ত্র, মৌলবাদের উত্থান আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারা অনেক সময় বাধাগ্রস্ত করেছে। এখনও সাম্প্রদায়িকতা, কুসংস্কার, সন্ত্রাস ও জঙ্গীবাদ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা টেনে ধরছে। এ থেকে মুক্ত হওয়ার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এগিয়ে নিতে হবে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে মানবিকতার বিকাশ ঘটাতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত ২৮তম মাহবুবউল্লাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি সামাজিক উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সমাজে অনেক বিত্তবান রয়েছেন, তাদের অর্থের অভাব নেই। তারা বিলাসবহুল জীবনযাপন করছেন। আমি তাদের আহ্বান জানাব, আপনারা দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারসহ সামাজিক উন্নয়নে অবদান রাখুন। আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন। কিশোরগঞ্জের নিজের নির্বাচনী এলাকার মানুষের অবদানের কথা তুলে ধরেন সাতবার নির্বাচিত সংসদ সদস্য আবদুল হামিদ। হাওর এলাকার প্রাকৃতিক প্রতিকূলতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, যখন ঝড়-বৃষ্টিতে হাওড়ে আফাল সৃষ্টি হয় তখন বাড়িঘরের ক্ষয়ক্ষতিসহ মানুষের কী সীমাহীন কষ্ট, তা আমি দেখেছি। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য, বিজ্ঞান (কৃষি), শিল্পকলা ও মানবাধিকারে অবদান রাখার জন্য তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কার্টুনিস্ট রফিকুন নবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও পুরস্কার পায়। বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জোবায়দা মাহবুব লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।
×