ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর উদ্যোগ রোমেনা আফাজ স্বর্ণপদক পাচ্ছেন লিয়াকত আলী লাকী ও আনিসুল হক

প্রকাশিত: ০৫:৪০, ৭ জানুয়ারি ২০১৭

বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর উদ্যোগ রোমেনা আফাজ স্বর্ণপদক পাচ্ছেন লিয়াকত আলী লাকী ও আনিসুল হক

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠী। বিশেষ করে নৃত্যশিল্পের প্রসারে এই সংগঠনের ভূমিকা অতুলনীয়। এই সংঠনের অনেক শিল্পীই আজ দেশীয় সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে কাজ করছেন। সংগঠনটির উদ্যোগে প্রতি দুই বছর পর বগুড়ার কৃতী সন্তান দেশবরেণ্য সাহিত্যিক রোমেনা আফাজ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর এ উপলক্ষে ঢাকায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য বগুড়া-১ আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক, টিএমএসএসএর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, দেশের বরেণ্য নৃত্যশিল্পী ও প্রশিক্ষক লায়লা হাসানসহ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আবদুস সামাদ পলাশ। দেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে এবার রোমেনা আফাজ স্বর্ণপদক দেয়া হবে দেশের বিশিষ্ট সংস্কৃতিজন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে। এছাড়া দেশের সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছরের রোমেনা আফাজ স্মৃতি পদক পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক আনিসুল হক। পদক প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভাশেষে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রযোজনা ‘বারামখানা‘ নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। নৃত্যনাট্যটি পরিকল্পনা, রচনা, নির্দেশনা দিয়েছেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি ও দেশবরেণ্য নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক আবদুস সামাদ পলাশ।
×