ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাজধানীর দুই হাসপাতালকে জরিমানা

প্রকাশিত: ০৮:৩২, ৪ জানুয়ারি ২০১৭

রাজধানীর দুই হাসপাতালকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার ও ভুয়া প্যাথলজিকাল টেস্ট রিপোর্ট তৈরি করায় রাজধানীর উত্তরায় ২টি হাসপাতালকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম আদালত পরিচালনার সময় উত্তরার ১১ নং সেক্টরের লেকভিউ স্পেশালাইজড প্রাঃ হাসপাতালে দেখতে পান- এখানে টেস্ট করার পূর্বেই প্যথলজিকাল রিপোর্টসমূহে স্বাক্ষর করে রেখেছেন প্যাথলজিস্ট বিশেষজ্ঞ চিকিসকরা। পরে এ সমস্ত ফাকা রিপোর্টে অদক্ষ টেকনিশিয়ান নিজেদের মতো করে ডাটা বসিয়ে রিপোর্ট তৈরি করে দেন। অভিযান পরিচালনা করার সময় ২৮টি ব্লাংক স্বাক্ষর করা প্যাথলজিকাল রিপোর্ট জব্দ করা হয়। তাছাড়া প্রতিষ্ঠানের অপারেশন থ্রিয়েটার অত্যন্ত অপরিষ্কার ও ময়লাযুক্ত। হাসপাতালের স্টাফরা অপারেশন থ্রিয়েটারে বসে খাওয়া দাওয়া করেন। অভিযান পরিচালনার সময় আরও দেখা যায় যে, প্রতিষ্ঠানটিতে বেশ কয়েকজন অপারেশনকৃত রোগী থাকলেও কোন স্টাফ নার্স নেই। তাছাড়া প্যাথলজি ল্যাব থেকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট জব্দ করা হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত শিন-শিন জাপান হাসপাতালে অভিযান চালিয়ে আদালত দেখতে পায় যে অপারেশন থ্রিয়েটারে ৭ মাস পূর্বে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু ওষুধ ব্যবহার করে অপারেশন করা হচ্ছে। হাসপাতালের ল্যাবরেটরি হতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট জব্দ করা হয়। তাছাড়া আইসিও, এনআইসিও অত্যন্ত অপরিস্কার ও নোংরা। এ সমস্ত কারণে ওই হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করে আদালত।
×