ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার জুয়েল গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৫, ৪ জানুয়ারি ২০১৭

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার জুয়েল গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩ জানুয়ারি ॥ সদর থানা পুলিশ দরিদ্র ও অসহায় পরিবারের ১২ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন জুয়েলকে গ্রেফতার করেছে। জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় সোমবার রাত সোয়া সাতটার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এর আগে সোমবার বিকেলে শিশুটির নানা বাদী হয়ে মেয়েটিকে ধর্ষণ এবং অন্তঃনত্ত্বা করার অভিযোগে ব্যাংক কর্মকর্তা ছানোয়ার হোসেন জুয়েলকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ছানোয়ার হোসেন জুয়েল জামালপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংক হাজীপুর বাজার শাখার ক্যাশিয়ার। জানা গেছে, ব্যাংক কর্মকর্তা ছানোয়ার হোসেন জুয়েলের জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় নিজ বাসার নিচতলায় শিশুটির পরিবার দীর্ঘ প্রায় চার বছর ধরে ভাড়াটে হিসেবে বসবাস করে আসছে। বছর দশেক আগে শিশুটির বাবা শহরের বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান। শিশুটির মা ও এক ছোট বোন নিয়ে ওই বাসায় বসবাস করে আসছে। বাসায় কোন পুুরুষ না থাকায় বাসার মালিক ছানোয়ার হোসেন জুয়েল শিশুটিকে ফুসলে তার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে শিশুটির নানা মেয়েটির অসুস্থতা ও পেট বড় হতে দেখে তাকে ডাক্তারি পরীক্ষা করালে শিশুটির গর্ভে সন্তান আসার বিষয়টি নিশ্চিত হন। পরে শিশুটি ছানোয়ার হোসেন জুয়েল তাকে ফুসলে এবং ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছে বলে ঘটনা খুলে বলে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে ব্যাংক কর্মকর্তা ছানোয়ার হোসেন জুয়েলকে আসামি করে শিশুটিকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে সোমবার বিকেলে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। প্রতিবন্ধীদের সহায়তা সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৩ জানুয়ারি ॥ মীরসরাইয়ে ৩২ জন প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পৌর সম্মেলন কক্ষে উপকরণগুলো বিতরণ করা হয়। এ সময় পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর জহির উদ্দিন, ইকবাল হোসেন, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক জোবায়ের ফারুক লিটন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০টি হুইল চেয়ার, ৭ জোড়া ক্র্যাচ, ৩টি স্পেশাল চেয়ার, ৬টি সেলাই মেশিন ও ৬টি সাদা ছড়ি বিতরণ করা হয়। মাটির গহনা প্রদর্শনী স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সপ্তাহব্যাপী মাটির গহনা প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকালে চারুপীঠ আর্ট গ্যালারিতে মৃৎ ও টেরাকোটা শিল্পী শহিদুল হাসানের নির্মিত একক এ গহনা প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক পতœী ও লেডিস ক্লাব সভাপতি রুনা লায়লা। শিল্পী শহিদুল হাসান জানান, তিনি বাংলার আবহমান সংস্কৃতির টানে মাটির এবং টেরাকোটার শিল্পচর্চা করছেন। গহনাচর্চার পাশাপাশি তিনি অঙ্কন এবং ম্যুরালের কাজ করেন। যে কাজের মাধ্যমে তিনি দেশে-বিদেশে নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি বিস্তারে এবং উপস্থাপনে কাজ করে যাচ্ছেন। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ১১টা থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ সভাপতিত্ব করেন।
×