ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৬:০৪, ৪ জানুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

তরুণীর স্যুটকেসে লুকিয়ে অভিবাসন প্রত্যাশী তরুণ উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সিউটায় এক নারীর স্যুটকেসে লুকিয়ে থাকা এক আফ্রিকান অভিবাসন প্রত্যাশীকে খুঁজে পেয়েছেন স্পেনীয় কাস্টমস কর্মকর্তারা। মরক্কোর ২২ বছর বয়সী এক তরুণী ওই তরুণকে চোরাপথে সিউটায় পাচার করার চেষ্টা করছিল। স্যুটকেসটি একটি ট্রলিতে বেঁধে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী, কিন্তু কাস্টমস কর্মকর্তারা তাতে বাদ সাধেন। তারা স্যুটকেসটি খুলতে বলেন। খোলার পর স্যুটকেসে গুটিসুটি মেরে বসে থাকা এক তরুণকে পাওয়া যায়। শুক্রবারের এ ঘটনায় ওই তরুণ-তরুণীকে আটক করেছে সিউটা কর্তৃপক্ষ। ওই তরুণ গ্যাবনের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। অনেক্ষণ ধরে গুটিসুটি হয়ে স্যুটকেসে বসে থাকায় ওই তরুণ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে জরুরী চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার আরেকটি ঘটনায় গাড়ির ভিতরে লুকিয়ে থাকা দুই অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে সিউটা পুলিশ। এদের একজন নারী ও অপরজন পুরুষ। তারা গিনির নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এদের একজন গাড়িটির ড্যাশবোর্ডে লুকিয়ে ছিলেন, অপরজন গাড়ির পেছনের সিটের খালি করা জায়গায় লুকিয়ে ছিলেন। শ্বাস নেয়ার মতো বাতাস কম থাকায় থারা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মানব পাচারের চেষ্টার অভিযোগে মরক্কোর দুই নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সৈকতে মলমূত্র অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে শুরু হয়েছে নতুন এক সমস্যা। সেখানকার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোতে বিষ্ঠা ছড়িয়ে পড়েছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ কারণে মেলবোর্ন শহরের আশপাশে মোট ৩৬টি সৈকতের মধ্যে ২১টিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে দেশটির পরিবেশ রক্ষা দফতর। সমুদ্রের এই দূষিত পানির মধ্যে রয়েছে নানা ধরনের জীবাণু, যা বিশেষভাবে শিশু কিংবা বয়োবৃদ্ধদের স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে। আর সমস্যাটা শুরু হয়েছে আবহাওয়ার কারণে। ঝড়ের সময় বৃষ্টিপাত বেশি হলে শহরের স্টর্ম স্যুয়ারগুলো উপচে পড়ে এবং সব আবর্জনা নিয়ে ফেলে সমুদ্রে। -বিবিসি
×