ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে প্রতিপক্ষ ভারত

ইতিহাস গড়ার দিন আজ বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৪৮, ৪ জানুয়ারি ২০১৭

ইতিহাস গড়ার দিন আজ বাংলাদেশের

রুমেল খান ॥ প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। তারচেয়েও বেশি পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হারানোর কিছুই নেই। বরং জিতলে তারা রচনা করবে নতুন কীর্তিগাথা, নতুন ইতিহাস। সেই লক্ষ্যেই আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তারা মোকাবেলা করবে স্বাগতিক-শক্তিশালী ভারতের। ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ‘সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে’র চতুর্থ আসরের এই ফাইনালে জিতবে বাংলাদেশ দল, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে, আর ভারত জিতলে টানা চতুর্থবার শিরোপা জিতবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে অবশ্য ভারত অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। ভারত ৫৪, বাংলাদেশ ১১৪। হেড টু হেড পরিসংখ্যানেও যোজন ব্যবধানে এগিয়ে ভারত। ছয়বারের মোকাবেলায় তারা জিতেছে পাঁচটিতেই। একটি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। ওই ড্র ম্যাচেরই ফলটাই সাহস জোগাচ্ছে বাংলাদেশের মেয়েদের। এই আসরেই গ্রুপ পর্বে ভারতের সঙ্গে খেলে তাদের রুখে দিতে সক্ষম হয় বেঙ্গল টাইগ্রেস দল। গত শনিবার রক্ষণাত্মক কৌশল নিয়ে খেললেও স্বাগতিক ভারতের সঙ্গে শুরু থেকে সমানতলে লড়াই করে বাংলাদেশ। বলা যায় গোলরক্ষক সাবিনা আক্তার এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় কোন গোল হজম করেনি বাংলাদেশ। আপ্রাণ চেষ্টা করেও ভারত আর কোন গোল করতে পারেনি। খেলা শেষের বাঁশি বাজলে গ্রুপসেরা হওয়ার চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। জুনিয়র পর্যায়ে এ পর্যন্ত ভারতকে দু’বার হারালেও সিনিয়র পর্যায়ে এর আগে ভারতকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। এই আসরের আগে এর আগের পাঁচবারের মোকাবেলায় প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ এবং সেটা বড় ব্যবধানেই। সাফ চ্যাম্পিয়নশিপে ২০১০ সালে ৬-০, ২০১২ সালে ৩-০, ২০১৪ আসরে ৫-১ গোলে। এসএ গেমস ফুটবলে ২০১০ আসরে ৭-০ এবং ২০১৬ আসরে ৫-১ গোলে হারে বাংলাদেশ। উল্লেখ্য, ২০১০ সাল থেকে দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে সাফ চ্যাম্পিয়নশিপ। টানা তিন আসরেই চ্যাম্পিয়ন হয় ভারত। মজার ব্যাপারÑ প্রতিবারই রানার্সআপ হয় নেপাল এবং নেপালের কাছে দুবারই সেমিফাইনালে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ তৃতীয় হয় ২০১০ এবং ২০১৪ আসরে। এই আসরের সেমিতে নতুন ইতিহাস গড়ে এবং পুরনো ইতিহাসের ধারাবাহিকতা অক্ষুণœ রেখে স্বপ্নের ফাইনালে ওঠে বেঙ্গল টাইগ্রেস দল। দ্বিতীয় সেমিফাইনালে তারা মালদ্বীপকে কচুকাটা করে ৬-০ গোলে। এই জয়ে নিজেদের ইতিহাসে এই প্রথমবার এই আসরের সেমির বাধা ডিঙ্গিয়ে ঐতিহাসিক এবং স্বপ্নের ফাইনালে উন্নীত হয় লাল-সবুজের বাংলাদেশ। সোমবার প্রথম সেমিতে ভারত ৩-১ গোলে হারায় নেপালকে। গ্রুপ পর্বে আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করা বাংলাদেশ তাদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এবার গ্রুপ পর্বে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এর ফলে এই প্রথম ভারত হারাতে পারেনি বাংলাদেশকে, যা ছিল বাংলাদেশের জন্য দারুণ কৃতিত্বের। এখন দেখার বিষয়, সেই ভারতেই এবার তাদের মাটিতেই হারিয়ে শিরোপা জিতে অবিস্মরণীয় কীর্তিগাথা রচনা করতে পারে কি না সাবিনা বাহিনী। ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে সর্বশেষ খেলে ২০০৫ সালে। প্রায় একযুগ পর আবার ফাইনালে বাংলাদেশ। তবে এবার মেয়েদের হাত ধরে। এমন প্রাপ্তির দিনে কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যাদের প্রশংসায় পঞ্চমুখ হন, ‘এ নিয়ে চারবার আমরা সাফে খেলছি। গত তিনবারের মধ্যে দুবার সেমিতে খেলেছি। একবার গ্রুপ পর্ব থেকে বিদায়। লক্ষ্য ছিল সেমিতে খেলার। সেটা পূরণ করে ফাইনালে পৌঁছেছি। এখন আপ্রাণ চেষ্টা করব ফাইনালে জেতার।’ গ্রুপ পর্বে রক্ষণাত্মক কৌশল নিয়ে শক্তিশালী ভারতকে রুখে দেয়ার লক্ষ্যে সফল হয়েছিল বাংলাদেশ। ফাইনালে আবার স্বাগতিকদের পাওয়ার পর এবারের কৌশল নিয়ে মুখ খুললেন না ছোটন। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানর জন্য আগে থেকে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। বাংলাদেশ মহিলা দলকে দাওয়াতও দিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া। শিব মন্দির এলাকায় অবস্থিত হোটেল মোনার্চ আঁচলের কনফারেন্স রুমেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘থার্টি ফাস্ট নাইট সেলিব্রেশন পার্টি’র। কিন্তু সে আয়োজন করেনি টিম ইন্ডিয়া। পার্টি শুরু হওয়ার তিন ঘণ্টা আগে হঠাৎ করে বাতিল করা হয় আয়োজন। এর কারণ অবশ্য অনুমেয়। নিজেদের ফুটবল ইতিহাসে কখনই বাংলাদেশকে জিততে দেয়নি ভারতীয় মহিলা ফুটবল দল। প্রতিবারই বাংলাদেশকে নাকাল করেছে তারা। কিন্তু চলতি সাফের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে আর জিততে পারেনি। ড্র করায় গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে পা রাখে স্বাগতিক শিবির। তাই মন খারাপ ভারতীয় দলের। আর সে কারণেই পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে তারা। আজকের ফাইনালে যদি সাবিনা বাহিনী জিতেই যায়, তাহলে ভারত দলের কি হবে।
×