ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মেয়ে বিয়ে দিয়ে ঘরে আনা হয় নতুন স্ত্রী

প্রকাশিত: ১৯:৫২, ৩ জানুয়ারি ২০১৭

মেয়ে বিয়ে দিয়ে ঘরে আনা হয় নতুন স্ত্রী

অনলাইন ডেস্ক॥ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি উপজাতির মধ্যে এখনো 'ওয়াত্তা সাত্তা' নামে একটি প্রথা প্রচলিত আছে। এর অর্থ 'দেয়া নেয়া'। প্রাচীনকালে এ প্রথা অনেক বেশি প্রচলিত ছিল। এ প্রথা মেনে এক পরিবারের মেয়েকে অন্য পরিবারে তুলে দেয়া হয়। বিনিময়ে অন্য পরিবারের মেয়েকে আনা হয় নিজের পরিবারে। বিশেষ করে পরিবারে যদি পুত্র সন্তান না জন্মায়, তখনই এই প্রথায় চলে যান পরিবারের সদস্যরা। নতুন যাকে আনা হয় পরিবারে, পুত্র সন্তান জন্ম দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় তার ওপর। সম্প্রতি ওয়াজির আহমেদ নামে পাকিস্তানের এক ব্যক্তি নিজের মেয়ের বিনিময়ে ঘরে এনেছেন দ্বিতীয় স্ত্রী। বন্ধু রমজানের হাতে নিজের ১৩ বছরের কিশোরী কন্যাকে তুলে দিয়েছেন। বিনিময়ে বন্ধুর বোন সাইমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন ওয়াজির!
×