ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ট্রাকের পাটাতনের নিচ থেকে ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৮, ৩ জানুয়ারি ২০১৭

ট্রাকের পাটাতনের নিচ থেকে ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগে ট্রাকের পাটাতনের নিচ থেকে দুই হাজার ৮শ’ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি জানান, যশোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতে নিয়ে এসেছিল দুই মাদক বিক্রেতা। তারা বিশেষ কায়দায় ট্রাকের পাটাতনের নিচে এসব ফেনসিডিলের বোতলগুলো রেখে পাচার করছিলেন। যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে রাজধানীর তুরাগ থানার ধউর ভেরিবাঁধ এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালায় থানা পুলিশের একটি টিম। পরে ট্রাকের পাটাতনের নিচ থেকে দুই হাজার ৮শ’ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় হারুর-উর-রশিদ (৪৬) ও সাদ্দাম হোসেন (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি (যশোর ট-০২-০০৯৩) জব্দ করা হয়। বিদ্যুত ভবনে আগুন ॥ সচিবালয় সংলগ্ন আবদুল গনি রোডে বিদ্যুত ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুত ভবনের কয়েকজন কর্মচারী জানান, সোমবার দুপুর পৌনে ২টায় আবদুল গনি রোডে ১৫ তলা বিদ্যুত ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁেছ আগুন নিয়ন্ত্রণে আনেন।
×