ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে সেতুমন্ত্রীর চ্যালেঞ্জ

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণ করতে না পারলে মামলা

প্রকাশিত: ০৫:৪৪, ৩ জানুয়ারি ২০১৭

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণ করতে না পারলে মামলা

বিশেষ প্রতিনিধি ॥ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণ দিতে না পারলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মামলার সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে, তথ্য-প্রমাণ দিয়ে তা প্রমাণ করুন। প্রমাণ করতে না পারলে বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় আপনাকে মামলার সম্মুখীন হতে হবে। সোমবার রাজধানীর মিরপুর ১০ নং কমিউনিটি সেন্টারে দলের এক কর্মীসভায় রবিবার পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার দুর্নীতির অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি পাল্টা এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওইদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে এ কর্মীসভার আয়োজন করে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতু আপনার কাছে স্বপ্ন হতে পারে। কিন্তু এটি আমাদের স্বপ্ন পেরিয়ে এখন দৃশ্যমান বাস্তবতা। মিথ্যাচার করে আপনি (খালেদা জিয়া) পদ্মা সেতুর অগ্রযাত্রা আর থামিয়ে দিতে পারবেন না। এ প্রকল্পের ৪০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কলামসহ দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতু। আর যথাসময়েই পদ্মা সেতুর কাজ শেষ হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে কাজ হয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার কোন হাওয়া ভবন, খাওয়া ভবন নেই। শেখ হাসিনার সরকারের সময়ে দেশে কাজ হয়। বাংলাদেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ৫ জানুয়ারি সন্ত্রাস-হত্যার বিরুদ্ধে বিজয় সমাবেশ করবে আওয়ামী লীগ। এ সময় তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের অন্তর্গত থানা-ওয়ার্ড ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করে তা ঘোষণা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, নতুন বছরের ১০০ দিনের মধ্যে দলের ঘর গোছাতে হবে। দলের প্রত্যেক কমিটিতে ২৫ থেকে ৩০ ভাগ মহিলা রাখতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি এখন বড় চ্যালেঞ্জ। এমপি লিটন হত্যার ঘটনায় জড়িত উগ্রবাদী শক্তিকে চরম মাসুল দিতে হবে। ’৭০ সালে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন খালেদা জিয়ার এমন মন্তব্যের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যার কোন কা-জ্ঞান নেই, তার কাছে দায়িত্বশীল কথা বলে কী লাভ? তবুও আমরা খালেদা জিয়াকে বলতে চাই, বঙ্গবন্ধু যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে স্বাধীন বাংলাদেশ হতো না। আর স্বাধীন বাংলাদেশ না হলে আপনিও কোনদিন প্রধানমন্ত্রী হতে পারতেন না। ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হক আসলামের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক সাদেক খান, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি প্রমুখ। কাল আওয়ামী লীগ কেন্দ্রীয় ও উপদেষ্টাম-লীর যৌথসভা ॥ আগামীকাল বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টাম-লীর যৌথসভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথসভায় আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আগামীকালের বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
×