ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সারাদেশে বই বিতরণ

নতুন বইয়ের গন্ধে আত্মহারা শিশুপ্রাণ

প্রকাশিত: ০৬:২৬, ২ জানুয়ারি ২০১৭

নতুন বইয়ের গন্ধে আত্মহারা শিশুপ্রাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী রবিবার শীতের কুয়াশাচ্ছন্ন সকাল। পূর্বাকাশে নতুন সূর্য। বছরের প্রথম দিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্কুলে স্কুলে শিশু শিক্ষার্থীদের ভিড়। সবার ব্যাকুলতা নতুন বইয়ের জন্য। এরপর হাতে হাতে উঠল নতুন বই। বইয়ের ওপরে একটি করে লাল গোলাপ। লাল-সবুজের পাতলা ফিতায় বাঁধা আল্পনা সম্বলিত নতুন বই। এরপরই আনন্দে আত্মহারা শিশুপ্রাণ। কেউ বুকে জড়িয়ে ধরে, কেউ বইয়ের মলাটে চুমু দিয়ে, কেউ হাত উঁচিয়ে, কেউ নতুন বইয়ের গন্ধ শুঁকে বইপ্রাপ্তির উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি শিশুরা। সকাল ১০টায় জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০১৭’র প্রধান অতিথি থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এছাড়া নগরীর বিভিন্ন স্কুলে বই বিতরণ করেন আওয়ামী লীগের নগর সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর ড. আবদুল মান্নান সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক আবুল খায়ের, পিটিআই সুপার মোজাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া নগরীর পিটিআই স্কুলে প্রাথমিক স্তরের শিশুদের হাতে হাতে বই তুলে দেয়ার আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের উর্ধতন কর্মকর্তারা এ বই উৎসবে শিশুদের হাতে নতুন বই তুলে দেন। নওগাঁ রবিবার বেলা ১১টায় শহরের ৩টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের এবং ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের নতুন বই আনুষ্ঠানিকভাবে বিতরণের মধ্য দিয়ে ‘বই উৎসব’ পালিত হলো। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দের যেন অন্ত নেই। শহর থেকে শুরু করে প্রত্যন্ত পাড়া-গাঁয়ের শিশুরাও নতুন বই হাতে পেয়ে চোখে-মুখে তাদের খুশির ঝিলিক ছিল লক্ষ্যণীয়। নওগাঁয় ৫৬ লাখ ৩৭ হাজার ২শ’ ৯৬টি বই বিতরণের লক্ষ্যমাত্রা নিয়েএই বই উৎসব পালিত হয়। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এমপি নওগাঁ জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় এবং চক এনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শ্রেণীর নতুন বই বিতরণ করেন। রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা ও ১১টায় বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। মির্জাপুর পুষ্টকামুরী সফিউদ্দিন মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদয়কৃষ্ণ উচ্চ বিদ্যালয়, মির্জাপুর গার্লস স্কুল, সরিষাদাইড় প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। প্রধান অতিথি স্থানীয় এমপি একাব্বর হোসেন বই বিতরণ করেন। শেরপুর রবিবার সকালে শহরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী ভিক্টোরিয়া একাডেমি ও ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক প্রমুখ। বাউফল রবিবার সকালে চীফ হুইপ আসম ফিরোজ এমপি একযোগে সরকারের বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার প্রমুখ। হবিগঞ্জ রবিবার সকালে অনুষ্ঠানিক বই বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ সরকারী বালক বিদ্যালয়, বিকেজিসি গবঃগালর্স হাই স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুলসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অংশ নেন, এমপি আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম। এছাড়া বিভিন্ন উপজেলা-ইউনিয়নগুলোর শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় এমপিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ অংশ নেন। আমতলী রবিবার সকালে আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এবং পৌরসভার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বই বিতরণ উৎসবের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান আনুষ্ঠানিক বই উৎসবের উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, একে মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান, মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম প্রমুখ। লক্ষ্মীপুর রবিবার কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শেখ মোর্শেদুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিত কুমার পাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ। এর আগে দারুল উলুম কামিল মাদ্রাসায় অধ্যক্ষ মওলানা মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে সংসদ সদস্য শাহজাহান কামাল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। ভালুকা রবিবার উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১ শ’ ২ স্কুল মাদ্রাসা ও ১ শ’ ৬০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমুননেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় ও ভালুকা সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান, প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী, আনোয়ারা নীনা ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন। টাঙ্গাইল রবিবার সকালে শহরের পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছানোয়ার হোসেন। টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানমের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি) মখলেছুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান। রাঙ্গামাটি রবিবার বিনামূল্যে পাঠ্যবই বিতরণের পাশাপাশি ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর মাতৃভাষায় রচিত পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি শহরের নিউ রাঙ্গামাটি ও বনরূপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষায় রচিত বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। খুলনা রবিবার সকালে খুলনা জিলা স্কুলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের আয়োজনে বিভাগীয় পর্যায়ে পাঠ্যপুস্তক উৎসব-২০১৭ উদযাপন করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম ও জিলা স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। দিনাজপুর ১৩ উপজেলায় মাধ্যমিক, প্রাথমিক, দাখিল, এবতেদায়ী এবং ভোকেশনাল এসএসসি ও দাখিল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ৭১ লাখ ৬৬ হাজার বই তুলে দেয়া হয়েছে। রবিবার সকালে জেলা স্কুলে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী, স্কুলের প্রধান শিক্ষিকা আখতারা পারভীন। বাগেরহাট রবিবার শহরের হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ১৬ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্ধারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুর রশিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান প্রমুখ। এদিকে সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই ও নতুন স্কুল ব্যাগ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম। ঝালকাঠি রবিবার ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন আমু। জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন। নীলফামারী রবিবার বই পেল নীলফামারীর ৭ লাখ ৪৯ হাজার ৩৯৭ শিক্ষার্থী। নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে সকাল ৯টার ও সকাল ১০টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও সকাল সাড়ে ১০টার দিকে শহরের শাহীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্র্তা সফিকুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্র্মকর্তা দীলিপ কুমার বণিক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্র্মকর্র্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা রবিবার সকাল ১০টায় ভি. জে সরকারী উচ্চ বিদ্যালয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসসহ আরও অনেকে। মৌলভীবাজার রবিবার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আনুষ্ঠানিক বই বিতরণ করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। দুপুরে বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। চট্টগ্রাম রবিবার বই উৎসবে মেতে ওঠে চট্টগ্রাম নগরী ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বই। এমন উৎকৃষ্ট উপহার আর হতেই পারে না। সঙ্গত কারণে শিক্ষার্থীদের মাঝে পরিলক্ষিত হয় আনন্দের বন্যা। নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে ছিল বই উৎসবের প্রধান আয়োজন। তবে সকল স্কুল কর্তৃপক্ষই নিজেদের মতো করে এই উৎসবের আয়োজন করে। মিউনিসিপ্যাল স্কুলে আয়োজিত উৎসবে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশে বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিশুদের হাতে বই তুলে দেয়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। শিক্ষার প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ বাড়ছে। ফলে শিক্ষার হারও বৃদ্ধি পাচ্ছে। সিটি কর্পোরেশন পরিচালিত ৪৭টি মাধ্যমিক, ২টি প্রাথমিক এবং ৭টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন মেয়র। এর আগে সকালে একই মাঠে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ। বরিশাল রবিবার সকালে নগরীর সাগরদী প্রাইমারী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) হলরুমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। পরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। বরিশাল বিভাগের ছয় জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৪৩৪টি নতুন বই বিতরণ করা হয়। সিরাজগঞ্জ রবিবার সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গয়লা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেছেন। সিরাজগঞ্জ জেলার ৩ লাখ ৫৬ হাজার ৯৬ জন মাধ্যমিক ও মাদ্রাসা এবং ৪ লাখ ৯১ হাজার ৬১৯ জন প্রাইমারী শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। পৃথক পৃথক বিতরণী সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ রশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেন জং চাম্বুগং, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান,সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক শিউলি আক্তার, প্রফেসার আব্দুল হামিদ সহ ছাত্রছাত্রীবৃন্দ। মাগুরা মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। জেলার চারটি উপজেলার ৭৭০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ১১ লাখ ২৫ হাজার ৪৬৬টি বই বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের পৌরসভার পেছনে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণের মধ্য দিয়ে জেলা পর্যায়ে প্রাথমিক স্তরে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মুহা: মাহবুবর রহমান বই তুলে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। জয়পুরহাট রবিবার সকালে জয়পুরহাট কালেক্টরেট মাঠে এই উৎসবের শুরু হয়। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুর রহিম। বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার, বদরুজ্জেহা। এছাড়া জয়পুরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট বালিকা বিদ্যানিকতনসহ জেলার প্রতিটি বিদ্যালয়ে একই দিনে বই বিতরণ করা হয়। কেরানীগঞ্জ রবিবার সকালে ভাওয়াল মনোহরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন । বিশিষ্ট সাংবাদিক ও ডিইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা প্রমুখ। ঈশ্বরদী রবিবার পাকশী এবং ঈশ্বরদীর ২৮৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উপলক্ষে বই উৎসবের আয়োজন করা হয়। পেপার মিল হাইস্কুলে আলোচনা সভা, বই বিতরণ, বার্ষিক স্মরণিকা প্রকাশ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, বই বিতরণ ও স্মরণিকার মোড়ক উন্মোচন করেন, পাবনা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রফেসর হাবিবুল্লাহ, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, জেলা পরিষদ সদস্য সাইফুল আলম বাবু ম-ল, মুক্তিযোদ্ধা এম রশিদউল্লাহ,হাবিুল ইসলাম ও সাংবাদিক তৌহিদ আক্তার পান্না। রংপুর রবিবার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে। কিন্তু নতুন বইয়ের সঙ্গে একটি করে কেক পেয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীরা। সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এইচএন আশিকুর রহমানের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছাস্বরূপ নতুন নতুন বইয়ের সঙ্গে এই কেক দেয়া হয়। মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ জানান, মিঠাপুকুরের সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার লক্ষাধিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারী বই তুলে দেয়ার পাশাপাশি এইচএন আশিকুর রহমান এমপি সৌজন্যে প্রত্যেককে একটি করে কেক দেয়া হয়েছে। মুন্সীগঞ্জ রবিবার লৌহজং ও সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সদর ও গজারিয়ায় উপজেলায় মৃণাল কান্তি দাস বই বিতরণ করেছেন। বেলা ১১টার জেলা পর্যায়ের বই বিতরণ উৎসবের আয়োজন করা হয় শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে। এই অনুষ্ঠান উদ্বোধন করেন মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইটি) মোহাঃ হারুন-অর-রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, সদরের ইউএনও সুরাইয়া জাহান, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা। মাদারীপুর রবিবার বেলা ১২টার দিকে শহরের পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং বেলা সাড়ে ১২টার দিকে সরকারী ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, খলিল বাহিনীর প্রধান ও সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বর্তমান পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। নারায়ণগঞ্জ রবিবার বেলা এগারোটায় জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম জামাল, অধ্যক্ষ কমল কান্তি সাহা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম। একইভাবে জেলার অন্য বিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বই বিতরণকালে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। শিক্ষার্থীরা যাতে মাদকের প্রতি আসক্ত হয়ে না পড়ে সেজন্য সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জেলায় ৭ লাখ শিক্ষার্থীদের মধ্যে এবার বিনামূল্যে ৫৫ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে। কুড়িগ্রাম রবিবার সকালে কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলার ৯ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে।
×