ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের ষষ্ঠ মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:১৭, ২ জানুয়ারি ২০১৭

‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের ষষ্ঠ মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মৌলিক নাট্যদলের প্রথম প্রযোজনা ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের ষষ্ঠ মঞ্চায়ন হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ষষ্ঠ মঞ্চায়ন হয়। শহিদুল হক খান শ্যানন রচিত ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকটি নির্দেশনা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাজু আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোঃ অলিউল্লাহ অলি, হামিদা মনি, নিলয় রহমান, পাপড়ি, অহিদুল ইসলাম অপু, রানা মল্লিক, অহি চৌধুরী, আনিস নিলয় প্রমুখ। নাটকের সঙ্গীত পরিকল্পনা অহি চৌধুরী, সেট অলি উল্লাহ অলি, শাওন ইসলাম, পোশাক মনি বেগম, মঞ্চ ব্যবস্থাপনায় জিল্লুর রহমান জুয়েল ও জনি। সার্বিক ব্যবস্থাপনায় সোহেল আহমেদ খান। এদিকে নাটক মঞ্চায়নের আগে ঢাকা মৌলিক নাট্যদলের পাক্ষিক মুখপত্র প্রকাশনা ‘মৌলিক বার্তা’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের সাংস্কৃতিক অভিভাবক, আইটিআইয়ের সম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি, বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে, বিশিষ্ট অভিনেতা ডি এ তায়েব, সমাজসেবী লায়ন ভূঁইয়া মুহাম্মদ রাশেদ, নাট্য নির্মাতা দীপু হাজরা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলিক পরিবারের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান। অনুষ্ঠানে মৌলিক পরিবারের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ‘মৌলিক বার্তা’ পরিবার এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় ‘মৌলিক বার্তা’ পরিবার আজীবন সম্মাননা ২০১৬’ দেয়া হয় দেশের প্রবীণ গিটারশিল্পী ও গিটার প্রশিক্ষক এনামুল কবির। এছাড়া নাটক মঞ্চায়নের আগে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী, সেরাকণ্ঠ খ্যাত শিল্পী প্রদিপ্ত বাপ্পী প্রমুখ।
×