ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নতুন বছরকে শান্তির বর্ষে পরিণত করুন ॥ গুতেরেস

প্রকাশিত: ০৫:৫১, ২ জানুয়ারি ২০১৭

নতুন বছরকে শান্তির বর্ষে পরিণত  করুন ॥ গুতেরেস

কূটনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের নতুন মহাসচিব এ্যান্তোনিও গুতেরেস নতুন বছরকে শান্তির বর্ষে পরিণত করার আহ্বান জানিয়েছেন। রবিবার জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি বলেছেন, নতুন বছরের এই দিনে আমি আপনাদের সবাইকে একটি অংশগ্রহণমূলক নতুন সিদ্ধান্ত গ্রহণের জন্য আমার সঙ্গে যোগদানের আহ্বান জানাচ্ছি। আসুন আমরা শান্তিকেই সর্বপ্রথম রাখার সিদ্ধান্ত গ্রহণ করি। রবিবার ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্র থেকে পাঠান এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে। রবিবার জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম দিনে একটি প্রশ্ন আমার হৃদয়ে প্রচ-ভাবে প্রভাব ফেলে। সেটা হলো কিভাবে আমরা দ্বন্দ্বে আক্রান্ত ও সমাপ্তিহীন যুদ্ধে ব্যাপকভাবে দুর্ভোগ পোহানো লাখ লাখ মানুষকে সাহায্য করতে পারি? বেসামরিক নাগরিকগণ একটি শক্তি দ্বারা আবর্তিত। নারী, শিশু ও পুরুষ হত্যার শিকার ও আহত, বাড়ি থেকে বিতাড়িত, দখলচ্যুত এবং পরিত্যক্ত। এমনকি হাসপাতাল ও সাহায্যের যানগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত। এসব যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না, সবারই পরাজয় ঘটে। এতে কোটি কোটি ডলার খরচ হয়, সমাজ ও অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, অবিশ্বাস ও ভয়ের সৃষ্টি হচ্ছে, যা বংশ পরাম্পরা পর্যন্ত অব্যাহত থাকে। সমগ্র অঞ্চলগুলো অস্থিতিশীল হয় ও বৈশ্বিক সন্ত্রাসবাদ আমাদের সবাইকে আক্রান্ত করে। নতুন মহাসচিব বলেন, আসুন ২০১৭ সালকে এমন বছরে পরিণত করি, যেখানে আমরা নাগরিক, সরকার ও নেতা সবাই সকল ধরনের পার্থক্য নিরসনে কাজ করব। আমাদের প্রাত্যহিক জীবনের সংহতি ও সমবেদনা থেকে শুরু করে রাজনৈতিক বিভাজনে সংলাপ ও শ্রদ্ধা, যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ-বিরতি থেকে শুরু করে রাজনৈতিক সমাধানে পৌঁছুতে আলোচনার টেবিলে সমঝোতা করতে পারব। মানব পরিবার হিসেবে যা আমরা পেতে চাই অর্থাৎ সম্মান ও আশা, উন্নতি ও সমৃদ্ধি তা নির্ভর করে শান্তির ওপর। কিন্তু শান্তি নির্ভর করে আমাদের ওপর। শান্তি প্রতিষ্ঠায় আমি সবাইকে আমার সাথে যোগ দিতে আবেদন জানাই, আজ ও প্রতিদিন। আসুন ২০১৭ সালকে শান্তির বর্ষে পরিণত করি। উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিবের পদ থেকে বান কি মুন অবসরগ্রহণ করেছেন। নতুন বছরের প্রথমদিন রবিবার নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
×