ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ০৫:৪১, ৩১ ডিসেম্বর ২০১৬

কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় মা ও ছেলে এবং জয়পুরহাটের পাঁচবিবিতে এক যুবক নিহত হয়েছে। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় রিক্সাযাত্রী জয়নাব বেগম (৩৫) ও তার ছেলে রবিউল আলমের (১৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে নিহত মহিলার ৩ বছরের শিশুসন্তান তানভীর হোসেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিতকরা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী-পুত্র। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি চালকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জয়পুরহাট ॥ জয়পুরহাট-হিলি সড়কের নাকুরগাছি নামক স্থানে শুক্রবার জয়পুরহাটগামী একটি বাস আবুল হাসান (২৮) নামে এক পথচারী যুবককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি পাঁচবিবির নাকুরগাছিতে। মির্জাপুর (টাঙ্গাইল) ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা পৌনে বারোটায় মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর ॥ ঘন কুয়াশার কারণে শুক্রবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠীতে দু’টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার ডুবে গেছে। এ সময় শহিদুল ইসলাম নামে একজন পানিতে ডুবে মারা যান। শহিদুল স্বরূপকাঠী উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা। তিনি উপজেলার মিয়ারহাটের আবুল কালাম মিয়ার ছেলে।
×