ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইসি সততার সঙ্গে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:০৫, ৩০ ডিসেম্বর ২০১৬

ইসি সততার সঙ্গে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। খবর বাসসর। একটি নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে ইসলামী ঐক্যজোট (আইওজে) নেতাদের সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এ ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আইওজে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ৩০ মিনিটের ওই বৈঠকে সার্চ কমিটি গঠন এবং নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে ৮ দফা প্রস্তাব দিয়েছেন। ইসি গঠনে আইওজে বর্তমানের ৫ সদস্যের বদলে ৮ সদস্যের কমিশন এবং যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। তারা বলেন, জনগণ বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ইসি দেখতে চায়। তারা বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন। এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নেতাদের সঙ্গে আলোচনা করেন। জয়নুল আবেদীন বলেন, বিএনএফ ইসির ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে কমিশনারদের নিয়োগ দেয়াসহ পাঁচ দফা প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে তারা ইসিতে একজন অবসরপ্রাপ্ত আইজিপি অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন। বলেন, বিএনএফ সর্বদাই সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ ও শক্তিশালী ইসি আশা করে।
×