ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইয়াসির আরাফাত সুজন

ফ্যাশনেবল শীতের পোশাক

প্রকাশিত: ০৭:১৩, ৩০ ডিসেম্বর ২০১৬

ফ্যাশনেবল শীতের পোশাক

সবরকম পোশাকেই যখন কমবেশি ওয়েস্টার্ন লুক চলে এসেছে, শীতের পোশাকটিই বা বাদ যাবে কেন! তরুণ-তরুণীরা শীতের পোশাক হিসেবে ওয়েস্টার্ন পোশাকগুলোকেই বেছে নিচ্ছেন স্বাচ্ছন্দ্যে যার মধ্যে জায়গা করে নিচ্ছে বাহারী ডিজাইনের সয়েটার। শীতকালের পোশাকই তরুণ-তরুণীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কারণ শীতের সময়টাতে পোশাকই প্রধান ফ্যাশন অনুষঙ্গ। ফ্যাশন সচেতন তরুণীরা শীতকালে নিত্যনতুন ফ্যাশনের সঙ্গে ভিন্ন মাত্রার ফ্যাশনের মিশেল ঘটানোর সুযোগ পায়। প্রতিনিয়তই তরুণ-তরুণীদের ফ্যাশন পরিবর্তন হচ্ছে। তাই তাদের যদি নতুন কোন চেহারায়, নতুন কোন রূপে দেখা যায়, তাহলে এতে মোটেই অবাক হবার কিছু নেই। প্রকৃতির পালাবদল মনকে দোলা দিয়ে যায়। পালাবদলের পরিক্রমায় ঘটে যায় নানা ঘটনা। কখনও প্রকৃতি রুক্ষ মূর্তি ধারণ করে আবার কখনও স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। দিন বদলায় সময় বদলায় বদলে যায় মন। প্রকৃতির পালাবদলে বইছে হিমেল হাওয়া। প্রকৃতি যেমন তার রূপ বদলায় ঠিক তার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যায় ফ্যাশন। ভিন্নতায় সোয়েটার শীতে রুচিশীল মার্জিত সোয়েটারই এখন তরুণ-তরুণী পছন্দের শীর্ষে। পছন্দসই ও সময়োপযোগী সোয়েটার শুধু শীত নিবারণ নয় সৌন্দর্যও বাড়িয়ে তোলে অনেকখানি। সোয়েটারে ফ্যাশনে আধুনিক ছেলেমেয়েদের পছন্দের তালিকায় উঠেছে যে সব সোয়েটার তাদের মধ্যে রয়েছে স্ট্রাইপ সোয়েটার, হাতাকাটা সোয়েটার, পশমি উল ও ক্রুশ কাজের সোয়েটার, হাতায়-গলায় কুচি দেয়া সোয়েটার, ক্রু নেক বা গোল গলার সোয়েটার। তরুণীদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে পাশ্চাত্য ধারা অনুসরণ না করে তৈরি করা হয়েছে মেয়েদের জন্য বিশেষ সোয়েটার। দৈর্ঘ্য একটু বেশি ও স্ট্রাইপ সোয়েটার এবার চলছে। সোয়েটারের গলায় ওভার ফ্লিপ ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি স্কার্ফের বিকল্প হিসেবে কাজ করেছে। টি-শার্ট ও শার্টের ওপর পরার জন্য হাতাকাটা সোয়েটার মানানসই। এর মধ্যে কুচি দেয়া, চুড়িদার হাতা তরুণীদের পছন্দ। এগুলো সম্পূর্ণ আঁটসাঁট নয় বরং একটু ঘের দেয়া, ঢোলা শীত পোশাকের বেশ চল দেখা যাচ্ছে এবার বাজারে। নিট কাপড় দিয়েই মূলত তৈরি হচ্ছে এসব সোয়েটার। এছাড়া পশমি উল ও ক্রুশ কাজের সোয়েটারও পরছেন অনেকে। তবে সোজা কাটের প্যান্ট বা জিনসের সঙ্গে মানানসই ব্লেজার ও কোট অনেকের পছন্দ। এর নিচের দিকে ফিতা দিয়ে নকশা করা বয়েছে, যাতে ফিটিং ভাল হয়। নকশায় আর ব্যবহার করা হয়েছে ছোট ছোট পাথর। তবে হাতায়-গলায় কুচি দেয়া, ভাঁজ করা সোয়েটার চলছে বেশি। কোমরে বেল্ট রয়েছে এমন সোয়েটার কম বয়সী মেয়েরা কিনছেন। টি-শার্টের মতো সোয়েটারের চাহিদাও রয়েছে। পাতলা কাপড়ের সোয়েটার চলছে বেশ। অল্প শীতে এ ধরনের পাতলা সোয়েটার আামদায়ক। এসব সোয়েটার স্কিন জিন্স ছাড়াও সালোয়ার-কামিজের সঙ্গে পরা যায়। বন্ধুদের সঙ্গে আড্ডায়, পার্টিতে বা বেড়াতে গেলে সব থেকে সহজ ও আরামদায়ক হতে পারে ক্রু নেক বা গোল গলার সোয়েটারগুলো। যে- কোন ট্রাউজার বা জিনসের সঙ্গে মানিয়ে যায়। এ ছাড়া ব্লেজার কিংবা জ্যাকেটের নিচে পরা যায় যা ট্রেন্ডি ও স্টাইলিশ। কোথায় পাবেন ফ্যাশন হাউসগুলোর বাজারে পাবেন শীতের পোশাক। এ ছাড়া ঢাকা নিউমার্কেট, হকার্স মার্কেট, বঙ্গ বাজার ও ঢাকা কলেজের সামনে শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। উত্তরায় মাসকাট প্লাজা, বনানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যাশন হাউসগুলোতেও যেতে পারেন পছন্দের পোশাকের খোঁজে। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পাক, এলিফ্যান্টরোডসহ প্রতিটি শোরুমেই পেতে পারেন পছন্দের ব্লেজার স্টাইলের ঘের দেয়া সয়েটার। এছাড়া পাবেন জেন্টাল পার্ক, ইনফিনিটি, ওয়েস্টার্ন বাজারসহ বিভিন্ন শপিংমলে যেখানে তরুণ-তরুণীরা পাবেন নানা মাপের আর ট্রেন্ডি ও স্টাইলিশ সয়েটার। সাধারণত হাতাকাটা বা ম্যাগিহাত সোয়েটার পাওয়া যাবে ২৫০ টাকায়। ফুলহাতা মেয়েদের সোয়েটার ৫৫০ থেকে ৬৫০ টাকা। ভাল মানের সোয়েটারের দাম পড়তে পারে- প্রতিটি ম্যাগিহাতা সোয়েটার ৭০০ থেকে ৩০০০ টাকা। ফুলবাতা সোয়েটার ১২৫০ থেকে ৭০০০ হাজার টাকা পর্যন্ত।
×