ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নতুন গবেষনা

প্রকাশিত: ০৭:০৮, ৩০ ডিসেম্বর ২০১৬

নতুন গবেষনা

অর্গানিক লাইট-ইমিটিং ডায়োড দেখতে সাধারণ টাইলসের মতো। এগুলোতে ব্যবহার করা হয়েছে অর্গানিক লাইট-ইমিটিং ডায়োড (ওএলইডি) প্রযুক্তি। টাইলসগুলো স্পর্শ করলেই উপরিভাগের রং পরিবর্তন হয়ে যাবে। চাইলে টেলিভিশন স্ক্রিনের আদলে ভিডিও প্রদর্শন করতে পারে। টাইলসগুলোর সাহায্যে বিভিন্ন স্থানের ছবিও ঘরে প্রদর্শনের সুযোগ রয়েছে। ২০২০ সালে বাণিজ্যিকভাবে টাইলসগুলোর উৎপাদন শুরু হবে। সূত্র : ডেইলি মেইল স্মার্ট ল্যাম্প খিদে লাগলে অনলাইনে খাবার অর্ডার দেয়। ব্যবহারকারীদের নির্দেশ পেলেই গানও বাজাতে পারে। মনে হতে পারে কোন রোবটের কথা বলা হচ্ছে। না,বলা হচ্ছে স্মার্ট ল্যাম্পের কথা। কণ্ঠস্বর নিয়ন্ত্রিত হওয়ায় মুখের কথায় বাতিটি চালু ও বন্ধ করা যায়। কণ্ঠস্বর নিয়ন্ত্রিত বিশেষ প্রযুক্তিনির্ভর বাতিটি তৈরি করেছে জেনারেল ইলেকট্রিক। সূত্র : সায়েন্স ডেইলি
×