ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:১৩, ৩০ ডিসেম্বর ২০১৬

নোয়াখালীতে গণপিটুনিতে  ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৯ ডিসেম্বর ॥ নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে গণপিটুনিতে সাহাব উদ্দিন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাহাবউদ্দিন সদর উপজেলার মধ্যম চরদিয়া গ্রামের আনার আহমদের ছেলে। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সোন্দলপুর ইউনিয়নের চবিরপাইক গ্রামের সাহাব উদ্দিন তহসিলদার বাড়ি ও দালাল বাড়িতে ডাকাতি করে ৮/১০ জনের একটি ডাকাতদল। ডাকাতি শেষে ফেরার পথে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জনগণকে জানালে আশপাশের লোকজন ডাকাত দলকে ধাওয়া করে সাহাব উদ্দিন নামের একজনকে ধরে ফেলে। পুষ্টি বিজ্ঞানমেলা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ ডিসেম্বর ॥ ফরিদপুরে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের অম্বিকা ময়দানে এ মেলার আয়োজন করে নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই)। বাংলাদেশের সেবিকাদের মধ্যে এক হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যত বিকাশের জন্য এনএনআই দেশজুড়ে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপী পুষ্টি বিজ্ঞান মেলার আয়োজন করেছে। এ পুষ্টি বিজ্ঞান মেলা উপলক্ষে এনএনআইয়ের একটি বিশেষ বাহন (ক্যারাভান) ৬৪ জেলা পরিভ্রমণ করছে। এরই অংশ হিসেবে ফরিদপুরে এ মেলার আয়োজন করা হয়। এ পুষ্টি মেলার মধ্যে দিয়ে দেশের ১০ হাজার নার্সকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ফরিদপুরে ১৮০ জন সেবিকাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। নারীবান্ধব মার্কেট নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ ডিসেম্বর ॥ দরিদ্র ও আত্মকর্মসংস্থানে আগ্রহী প্রশিক্ষিত নারীদের যোগ্যতা অনুযায়ী দোকান ঘর বরাদ্দ দেয়ার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে নারীবান্ধব মার্কেট। জেলার কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্থানীয় শিল্পকলা একডেমি সংলগ্ন একটি পতিত জমিতে এ মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার। এ সময় পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, পৌর কাউন্সিলরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার সাহেলা আক্তার বলেন, কুষ্টিয়ার মানুষ অর্থনৈতিকভাবে স্বচ্ছল ও শিক্ষিত হওয়া সত্ত্বেও কুমারখালীর নারী জনগোষ্ঠী কিছুটা পিছিয়ে রয়েছে।
×