ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কর্মসংস্থান বেড়েছে ১৭৯ শতাংশ

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে কর্মসংস্থান  বেড়েছে ১৭৯ শতাংশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নানামুখী উদ্যোগের ফলে বাড়ছে কর্মসংস্থান। চট্টগ্রাম জেলায় এক দশকে কর্মসংস্থান বেড়েছে ১৭৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বেরিয়ে এসেছে এই তথ্য। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের অর্থনৈতিক শুমারির জেলা প্রতিবেদন প্রকাশ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক মোহাম্মদ আবদুল কাদের মিয়া। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কার্যালয়ের উপপরিচালক মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাসরিন ইসলাম। চট্টগ্রামে ৩ লাখ ৮০ হাজার ৫৫০টি প্রতিষ্ঠানে কর্মরত ১৯ লাখ ৬৮ হাজার ৮৬৮ জন। এই জেলায় স্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ২ লাখ ৮২ হাজার ৬৩০টি। এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০১ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী চট্টগ্রামে প্রতিষ্ঠান ছিল ১ লাখ ৯৪ হাজার ৯২২টি। এতে কর্মরত ছিলেন ৭ লাখ ৪ হাজার ৩৫১ জন। ১০ বছরে বেড়ে অর্থাৎ ২০১৩ সালে কর্মসংস্থান উন্নীত হয় ১৯ লাখ ৬৮ হাজার ৮৬৮ জনে।
×