ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

বছরের আলোচিত সিনেমা

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০১৬

বছরের আলোচিত সিনেমা

১. দ্য জাঙ্গল বুক- ১৮৯৪ সালে রুডিয়ার্ড কিপলিং লিখেছিলেন মোঙ্গলির গল্প। আজ এত বছর পরেও সেই গল্পের আকর্ষণ এতটুকু ফিকে হয়নি। মোগলির এ্যাডভেঞ্চার থ্রি-ডি স্ক্রিনের ‘বাস্তবতা’য়। যেখানে পরিচালক জন ফ্যাভেরুনেহাত একটা মিষ্টি গল্প বলেননি। গানটা যদি শের খান গাইত? কতটা হাড় হিম করা শোনাতে পারে সেটা, আন্দাজ করা যাচ্ছে নিশ্চয়ই? জন ফ্যাভেরুর ‘দ্য জাঙ্গল বুক’-এর গোটা আবহ ততটাই ‘ডার্ক’। সেখানে মৃত্যুর সঙ্গে লড়তে শেখে এক মানবশিশু- মোগলি। মৃত্যুর রং ডোরাকাটা হলুদ। নাম শের খান। বাঁচার লড়াই কার কাছে শেখে মোগলি? নেকড়ে বাঘের দলের কাছে! ব্ল্যাক প্যান্থারের কাছে! জঙ্গলের বাসিন্দাদের সঙ্গে মোগলির তুমুল বোঝাপড়া। এই গোটা ব্যাপারটাকেই ইংরেজী ভাষায় অনুধাবন করেছিলেন রুডইয়ার্ড কিপলিং। আর ডিজনির দ্বিতীয় ‘জাঙ্গল বুক’-এর সফরটাকে গা ছমছমে এ্যাকশনে ভরপুর করে পর্দায় এনেছেন ফ্যাভের। ২০১৬-এর পরিচালক জন ফ্যাভরিউর নির্দেশনায় তৈরি দ্য জাঙ্গল বুক আবারও ব্লকবাস্টার হিট। ৩উ মুভিতে সব কম্পিউটার জেনারেটেড জন্তু-জানোয়ারের সঙ্গে অভিনয় করেছে একমাত্র একজন মানুষ অভিনেতা, নীল শেঠি। ১০৬ মিনিটের ছবিতে ভিস্যুয়াল এফেক্টসের খেল দেখিয়েছেন ফ্যাভরিউ। ২. ক্যাপটেন আমেরিকা, সিভিল ওয়ার- এখনও পর্যন্ত বছরের সেরা পপকর্ন মুভি। ‘ক্যাপ্টেন আমেরিকা, সিভিল ওয়ার’ আসলে একটি মার্কিন সুপারহিরো ছবি। মার্ভেল কমিকসের চরিত্র ক্যাপটেন আমেরিকার ওপর ভিত্তি করে বানানো সিরিজের তৃতীয় ছবি এটি। পরিচালক রুসো ভাই জুটি সত্যিই কৃতিত্বের দাবি রাখে। এ্যাভেঞ্জার্স ভেঙে আয়রন ম্যানের নেতৃত্বে নতুন একটি দল গড়ে উঠেছে। আর রেজিস্ট্রেশন এ্যাক্ট না মানায় লোকচক্ষুর আড়ালে ক্যাপ্টেইন আমেরিকা, তার সঙ্গে আছে উইন্টার সোলজার, ফ্যালকন, এ্যান্ট ম্যান এবং হক আই। এদিকে অপরাধী হিসেবে খুঁজে বেড়ানো হচ্ছে উইন্টার সোলজারকে, যাকে বাঁচানোর জন্য মরিয়া ক্যাপ্টেইন আমেরিকা। এই সিনেমাটির মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মারভেল সিনেমা জগতে প্রবেশ ঘটছে স্পাইডার ম্যানের, যদিও পর্দায় এবার তার উপস্থিতির দৈর্ঘটা সীমিতই ছিল। এছাড়া নতুন সুপারহিরো হিসেবে আয়রন ম্যানের দলে অন্তর্ভুক্তি ঘটবে ব্ল্যাক প্যান্থারেরও। টান টান চিত্রনাট্য। এ্যান্টনি রুসো ও জো রুসোর স্মার্ট ডিরেকশনে দর্শকরা বাধ্য হন টানা ১৪৭ মিনিট ঠাঁয় সিটে বসে থাকতে। ছবিতে অভিনয় করেছেন ক্রিস ইভানস, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, সেবাস্তিয়ান স্টান। ৩. সুইসাইড স্কোয়াড- উঈ কমিকস এ্যান্টিহিরো টিমের উপর ভিত্তি করে বানানো সুইসাইড স্কোয়াড একটি সুপারহিরো ফিল্ম। উঈ এক্সটেন্ডেড ইউনিভার্সের সিক্যোয়েল ছবি সুইসাইড স্কোয়াড। জন ওস্ট্র্যান্ডারের লেখা ‘সুইসাইড স্কোয়াড’ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। মারগট রবি, জোয়েল কিনাম্যান, ভায়োলা ডেভিস থেকে শুরু করে সুপার ভিলেননির্ভর এ ছবিতে হাজির হয়েছেন উইল স্মিথ কিংবা জেরার্ড লেটোর মতো হলিউড তারকা। এ ছবিতে মারগট রবি অভিনীত চরিত্রটির নাম হার্লে কুইন। ঘুরেফিরে সুইসাইড স্কোয়াডের এ সদস্য আলোচিত হচ্ছেন তার চরিত্রটি দিয়ে। এবার কোন সুপারহিরো নয়, মূল আকর্ষণ হয়ে এসেছে ডিসি ইউনিভার্সের ভয়ঙ্কর সব ভিলেন। মূলত ‘সুইসাইড স্কোয়াড’ হচ্ছে কারাবন্দী কিছু ভয়ঙ্কর অপরাধীদের মুক্তির লোভ দেখিয়ে গঠন করা একটি দল; যার পরিচালনায় রয়েছে অজ্ঞাত এক সরকারী সংস্থার পরিচালক। স্কোয়াড লিডার ডেডশট একজন অভিজ্ঞ মার্কসম্যান। ছবির চিত্রনাট্য লিখেছেন ডেভিড আইয়ার, পরিচালনাও তাঁরই। অভিনয় করেছেন ডেরাড লেটো, মার্গট রবি, ভায়োলা ডেভিস, জোয়েল কিনাম্যান, ডে হার্নান্ডেজ, উইল স্মিথ, স্কট ইস্টউড প্রমুখ। ৪. জুটোপিয়া-কম্পিউটার এ্যানিমেটেড ৩উ ছবি জুটোপিয়া আসলে একটি কমেডি-এ্যাডভেঞ্চার। আশি বছর ধরে ওয়াল্ট ডিজনি এনিমেটেড ছবি তৈরি করে আসছে। এর বেশির ভাগই সাধারণত মিউজিক্যাল লিড এর রাজকুমারী ভিত্তিক। এর ব্যতিক্রম হিসেবে বিগ হিরো সিক্স এবং আন্ডাররেটেড র‌্যাক ইট র‌্যালফ জায়গা করে নেয় একাডেমি এওয়ার্ডে। বাকিগুলোর সঙ্গে তুলনা করলে জুটপিয়া ওয়াল্ট ডিজনি এনিমেশনের অন্যতম শ্রেষ্ঠ ছবি। জুটপিয়া ছবিতে উঠে এসেছে একই সমাজে বসবাসকারী ভিন্ন শ্রেণীগোষ্ঠীর মধ্যকার সামাজিক বৈষম্য। জুটপিয়া একটি উন্নত বুদ্ধিমত্তাসম্পন্ন পশু সাম্রাজ্য যেখানে মাংসাসীরা থাকে প্রতিরক্ষার দায়িত্বে অন্যদিকে তৃণভোজীরা খাদ্য উৎপাদন ও ব্যবসার ভার বহন করে। ছবির প্রধান চরিত্র জুডি হোপস নামক খরগোশের স্বপ্ন বড় হয়ে সমাজের প্রতিরক্ষক হবার। কিন্তু প্রতিরক্ষার দায়িত্বে শক্তিশালী মাংসাসীরা থাকায় জুডি পরিণত হয় হাসির পাত্রে। অন্যদিকে মাংসাসীরা সংখ্যালঘু হওয়ায় তাদের সর্বদা সামাজিকভাবে হেয় হতে হয়। ছবিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের গ্রাফিক্স। অন্যান্য ডিজনি এনিমেশনের মতোই ছবিটি মন ভাল করে দেবে সবার। ওয়াল্ট ডিসনের প্রযোজনায় নির্মিত এই ছবিটি ৫৫তম ডিসনে এ্যানিমেটেড ফিচার ফিল্ম। একটি মেয়ে খরগোশ পুলিশ অফিসারের, লাল শিয়ালের সঙ্গে জুটি বেঁধে শহরের আইনশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার গল্পই হলো জুটপিয়া। ১০৮ মিনিটের ছবিটির পরিচালনা করেছেন বায়রন হোয়ার্ড ও রিচ মুর। ৫. ফ্যান্টাস্টিক বিস্টস এ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম- হ্যারি পটার সিরিজের প্রিক্যুয়েল ছবি। এই ছবির মাধ্যমেই চিত্রনাট্য লেখায় হাতেখড়ি হয় জে কে রাউলিংয়ের। হ্যারিপটারের ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের উপন্যাস থেকেই সৃষ্টি হয়েছিল হলিউডের সাড়াজাগানো সেই সিরিজ। ‘হ্যারি পটার’ ছবিগুলোতে তার জাদুর দুনিয়া মন্ত্রমুগ্ধ করেছিল গোটা বিশ্বকে। ফ্যান্টাস্টিক বিস্টস এ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ নামের ছবিটি নিয়ে এখন ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বাড়ছে কৌতূহল। ছবিটি সারা বিশ্বে ৬৮৩ মিলিয়ন ডলার ব্যবসা করে। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এডি রেডমেইন।
×