ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ

প্রকাশিত: ০৬:১৭, ২৯ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে  প্রকল্প গ্রহণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ করছে সিটি কর্পোরেশন। আগামী এক শ’ বছর বিবেচনায় নিয়ে গ্রহণ করা হবে এই পরিকল্পনা। এ লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বুধবার বৈঠক করেন চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের একটি প্রতিনিধি দল। বৈঠকে তারা এক শ’ বছর সামনে রেখে খাল প্রশস্তকরণ, খালের পাড়ে প্রশস্ত রাস্তা নির্মাণ, সøুইচ গেট, পাম্প হাউস নির্মাণ, নতুন নতুন খাল খননসহ জলাবদ্ধতা নিরসন এবং বন্যা নিয়ন্ত্রণে নানামুখী পরিকল্পনার স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এসব প্রস্তাবনা বাস্তবায়নে চায়না কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত আছে বলেও মেয়রকে অবহিত করা হয়। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানানো হয়। চসিক মেয়র চায়না ইন্টারন্যাশনাল গ্রুপের প্রস্তাবনা ও পরিকল্পনা সুনির্দিষ্ট করে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের পরামর্শ দেন। তিনি বলেন, এক কোটি মানুষের বসবাসযোগ্য মেগাসিটির আদলে নগরী গড়ার প্রত্যয়ে বন্যা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা থেকে নগরীকে মুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে তিনি মাস্টার ড্রেনেজ প্ল্যান ৬, মাস্টার সোয়ারেজ প্ল্যান, ডিটেনলস এরিয়া প্ল্যান অনুসরণে চিটাগং ফ্লাড কন্ট্রোল এ্যান্ড ওয়াটার লগিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেস্টের ডিজাইন স্কিম প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত বিফাং ইনভেস্টিগেশন ডিজাইন এ্যান্ড রিসোর্চ কোং লিমিটেডকে অনুরোধ জানান। এ সময় চায়না কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লিও গ্যাংগিয়াং, প্যান ডেংগিও, কমার্শিয়াল ম্যানেজার হানকুং, পাওয়ার চায়নার লোকাল পার্টনার গ্রীন ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রানা খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, কামরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী সামসুল হুদা সিদ্দিকী প্রমুখ।
×