ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ সরকার ও শক্তিশালী ইসি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ॥ খালেদা

প্রকাশিত: ০৮:১৭, ২৮ ডিসেম্বর ২০১৬

নিরপেক্ষ সরকার ও শক্তিশালী ইসি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, নিরপেক্ষ সরকার ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকালে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করছি, রাষ্ট্রপতি আমাদের প্রস্তাব বিবেচনা করে একটি নিরপেক্ষ বাছাই কমিটি গঠনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। এই নিরপেক্ষ কমিশন গঠনের পাশাপাশি নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে খ্রীস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খ্রীস্টান এ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট মন্তব্য করে খালেদা জিয়া বলেন, নির্বাচন নিয়ে তারা বহাদুরি দেখাচ্ছে। কিন্তু জনগণ এতো বোকা না। ভেতরে কী ষড়যন্ত্র হয়েছে তা জনগণ ভালোই বুঝতে পেরেছে। ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েরশ্বর চন্দ্র রায়।
×