ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের প্রতিবাদে লেখক–শিল্পীদের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৭:৫২, ২৮ ডিসেম্বর ২০১৬

শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের প্রতিবাদে লেখক–শিল্পীদের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে গ্রন্থমেলায় ‘স্বার্থবিরোধী কার্যকলাপ’র অভিযোগে আসছে মেলা থেকে দুই বছরের জন্য শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি। এদিকে বাংলা একাডেমির এ সিদ্ধান্তকে ন্যক্কারজনক হিসেবে আখ্যা দিয়েছেন কবি, লেখক, কণ্ঠশিল্পীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সে সঙ্গে একাডেমির এ সিদ্ধান্তকে তারা অনাকাক্সিক্ষত হিসেবেও উল্লেখ করেছেন। মঙ্গলবার শ্রাবণ প্রকাশনীকে গ্রন্থমেলা থেকে নিষিদ্ধের প্রতিবাদে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী ও নাগরিকবৃন্দের ব্যানারে বাংলা একাডেমির সামনে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। এ কর্মসূচী থেকে শ্রাবণ প্রকাশনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানানো হয়। ওই কর্মসূচী থেকে শ্রাবণকে নিষিদ্ধ করার বাংলা একাডেমির সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণœ করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন বক্তারা। লেখক বাকী বিল্লাহর পরিচালনায় অবস্থান কর্মসূচীতে অংশ নেন মানবাধিকারকর্মী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, ব্লগার-লেখক আরিফ জেবতিক, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সঙ্গীতশিল্পী কফিল আহমেদ, সাংবাদিক দীপংকর গৌতম, ছাত্রনেতা আসাদুজ্জামান মাসুম প্রমুখ। এ সময় বক্তৃতায় তারা বলেন, বাঙালির মননের প্রতিষ্ঠান বাংলা একাডেমি গুটিকয়েক ব্যক্তির স্বেচ্ছাচারিতায় পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানটিকে ক্রমশ পশ্চাৎমুখী করে তোলা হচ্ছে- অভিযোগ করে তারা বলেন শ্রাবণ প্রকাশনীর মতো প্রকাশনা সংস্থাকে নিষিদ্ধের মাধ্যমে মুক্তচিন্তাকে আঘাত করে পক্ষান্তরে মৌলবাদীদের উসকে দেয়া হচ্ছে।
×