ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিত: ০৭:৪৮, ২৮ ডিসেম্বর ২০১৬

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গবেষণা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গবেষণা কার্যক্রম জোরদার হলেই শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। রাষ্ট্রপতির প্রেস সচিব বাসসকে বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, শাবিপ্রবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বাংলা, ইংরেজী ও কম্পিউটার কোর্স বাধ্যতামূলক করেছে। তারা আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চান। রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকা- পর্যবেক্ষণ ত্বরান্বিত করার পরামর্শ দেন।
×