ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জিন আতঙ্ক

গাজীপুরে পোশাক কারখানার ২৫ শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ০৫:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৬

 গাজীপুরে পোশাক কারখানার ২৫ শ্রমিক অসুস্থ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ‘জিনের ভয়ে’ শনিবার গাজীপুরের একটি পোশাক কারখানার অন্তত ২৫ শ্রমিক অসুস্থ্য হয়ে পড়লে তাদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক ও স্থানীয়রা জানান, শহরের বাংলাবাজার মনিপুর এলাকার ইউটাহ্ নিটিং এ্যান্ড ডায়িং কারখানায় ‘জিনের উপস্থিতি’ ও কয়েকজনকে ‘জিনে ধরেছে’ এমন গুজব ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক দেখা দেয়। প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দেয়। কিন্তু দুপুরের দিকে এক নারীকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে জিনে ধরেছে ভেবে এ সময় আরও কয়েক কর্মী অসুস্থ হয়ে পড়ে। এরপর পর্যায়ক্রমে বেশ কয়েকজন অসুস্থ হতে থাকে। অসুস্থদের পেট ব্যাথা, বমি ও মুখ দিয়ে লালা ঝরতে শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ ও অন্য শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠায়। আহতদের মধ্যে ইতি (২০), রাশেদা (২৫), আসমা (২০), জেসমিন (২০), তানিয়া (২২), সাগরিকা (২১), আফিফা খাতুন (২৪), আল্পনা (২৫), রোকসানা (৩২), সালমা (২৫), কল্পনা (২৮), নাদিরাসহ (৩২) ২০ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিক বিউটি আক্তার ও কারখানার সুয়িং অপারেটর রেশমা আক্তার জানান, গত বৃহস্পতিবারও এভাবে নয়জন শ্রমিক অসুস্থ হয়েছিল। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক লক্ষণে মনে হচ্ছে অসুস্থরা ‘মাস সাইকোজেনিকস ইলনেসে’ ভুগছেন।
×