ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে বলগা হরিণ

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৬

হুমকির মুখে বলগা হরিণ

বৃহদাকার হরিণ রেইনডিয়ার। বাংলায় বলা যেতে পারে বলগা হরিণ। এই হরিণ প্রজাতিটি এখন হুমকির মুখে পড়েছে। গবেষকরা বলছেন, আর্কটিক অঞ্চলের রেইনডিয়ার এখন আকারে ক্রমশই খর্বকায় হয়ে উঠছে। দুর্বল হয়ে পড়ছে এবং অপেক্ষাকৃত অল্প বয়সেই মৃত্যুবরণ করছে। গবেষকরা এজন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন। নরওয়েজিয়ান আর্কটিক অঞ্চলের সভালবার্ড এলাকায় এই গবেষণাটি পরিচালিত হয়। সমীক্ষায় দেখা গেছে, গত ১৬ বছরে, প্রাপ্তবয়স্ক একজন নারী রেইনডিয়ারের ওজন গড়ে প্রায় ৫৫ থেকে ৪৮ কিলোগ্রাম কমে গেছে। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন প্রফেসর স্টিভ এ্যালবন। তিনি বলছেন, শীতকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে- প্রচুর বৃষ্টিপাত। এর ফলে তুষারের ওপর বরফের মোটা স্তরের সৃষ্টি হয়। তখন রেইনডিয়ারের পক্ষে খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তিনি আরও বলছেন, গরম আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণে রেইনডিয়ার এখন অটামের সময় অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এবং নবেম্বরে গর্ভধারণ করে এবং গোটা শীতকালজুড়ে সে পেটের ভেতরে তার সন্তানকে বহন করতে হয় যখন খাদ্যের পরিমাণ কম থাকে। ফলে তাদের জীবন রক্ষাও কঠিন হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা বলছেন, এই প্রবণতা আর্কটিক অঞ্চলের আরও কিছু প্রাণীর বেলাতেও চোখে পড়েছে। সূত্র : বিবিসি
×